ইসলামাবাদ: সালিসি সভার নির্দেশে গণধর্ষণের মামলা মিটে গেল ৩০ মণ গমের বিনিময়ে! পাকিস্তানের সিন্ধ প্রদেশের উমরকোটের গুলাম নবি শাহ এলাকার ঘটনা।

 

গণধর্ষণের শিকার ১৪ বছরের কিশোরীর ভাইয়ের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছিল। মেয়েটির বাবার অভিযোগ, মামলা দায়ের হওয়ার পর মূল অভিযুক্ত গ্রেফতার হয়। কিন্তু তারপরই সক্রিয় হয় জিরগা বা স্থানীয় সালিসি সভার মাতব্বররা। ক্ষতিপূরণ হিসাবে ৩০ মণ গম নিয়ে অভিযোগ তুলে বিষয়টি মিটিয়ে ফেলতে তাঁকে চাপ দেয় তারা। স্থানীয় এক প্রভাবশালী গোষ্ঠীপতির পৌরোহিত্যে সালিসি সভা বসে।

মেয়েটির বাবার অভিযোগ, তিনি  সালিসি সভার প্রস্তাব মানতে রাজি না হওয়ায় তাঁকে পরিবার নিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে হয়। স্থানীয় মিডিয়া বিষয়টি তোলার পর থেকেই স্থানীয় মাতব্বর, ধনী লোকজন তাঁকে ভয় দেখাচ্ছে, মামলা তুলে নিতে চাপ দিচ্ছে।

পাক সংবাদপত্র দি ডন-এর রিপোর্টে প্রকাশ, মিরপুরখাস-এর ডিজিপি জাভেদ আলম ওধো ঘটনাটির কথা জেনে উমরকোটের পুলিস সুপারকে তদন্ত করার পাশাপাশি মেয়েটির পরিবারের পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করতে বলেন।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাকিস্তান দণ্ডবিধির কয়েকটি ধারায় মামলা রুজু করে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

পাকিস্তানের আদালত জিরগা বেআইনি ঘোষণা করেছে অনেকদিন আগেই। কিন্তু দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে জিরগা নিয়মিতই বসে।