নয়া দিল্লি: কোভিডের নতুন প্রজাতি নিয়ে চিন্তা বেড়ে চলেছে বিশ্বে। এই আবহে দক্ষিণ আফ্রিকার গবেষকরা কিছুটা স্বস্তির আশ্বাস শোনাল। এই ওমিক্রনের বিরুদ্ধে ভ্যাকসিন কাজ না-ও করতে পারে, এমন জল্পনা শোনা গিয়েছিল। কিন্তু এ বিষয়ে আশ্বস্ত করেছে দক্ষিণ আফ্রিকার চিকিৎসক-গবেষকরা। বলা হয়েছে, এই ওমিক্রনের প্রভাবে দেহে প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে না এখনই।
তবে এখনই এই ভাইরাসের সম্পর্ক খুব বেশি কিছু জানা যায়নি কারণ নভেম্বরের শেষ সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় প্রথম দেখা গিয়েছে। WHO-এর ডিরেক্টর জেনারেল টেড্রস আধানম গ্যাব্রিয়েসস জানিয়ে দিলেন, বিশ্বের মোট ২৩টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভ্যারিয়েন্ট। এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সাংবাদিক বৈঠকে WHO-এর ডিরেক্টর জেনারেল বলেন, অন্তত ২৩টি দেশ ওমিক্রন সংক্রমণের কথা জানিয়েছে। আমাদের মনে হচ্ছে, এই সংখ্যাটা বাড়বে। WHO এই বিষয়টি খুবই গুরুত্ব সহকারে নিচ্ছে। প্রতিটি দেশের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। এ ব্যাপারে অবাক হওয়ার কিছু নেই। কারণ, ভাইরাস এমনই হয়। ভাইরাস এভাবেই চলবে। যতক্ষণ না আমরা এর সংক্রমণ ছড়িয়ে পড়া আটকাচ্ছি।
করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ নিয়ে আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে! নতুন ভাইরাস আগের তুলনায় অনেক বেশি সংক্রামক বলে দিনকয়েক আগেই উদ্বেগ প্রকাশ করে হু।
এর আগে ন্যাশনাল ইনস্টিটিউট ফর কমিউনিকেবল ডিজিজেস-(National Institute for Communicable Disease)এর তরফে বলা হয়েছিল যে দক্ষিণ আফ্রিকায় প্রতিদিন হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পরিসংখ্যান বলছে, বুধবারের হিসেব অনুসারে, ২৪ ঘন্টায় প্রায় দ্বিগুণ সংক্রমণ হয়েছে দক্ষিণ আফ্রিকায়। Omicron সে দেশে এখন দাপিয়ে বেড়াচ্ছে।
তবে,দক্ষিণ আফ্রিকার টিকাদানের হার পশ্চিমী দেশগুলি এবং চিনের তুলনায় কম। কিন্তু বেশিরভাগ আফ্রিকান দেশগুলির থেকে বেশি, জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশকে সম্পূর্ণরূপে টিকা দেওয়া হয়েছে। বিশ্বজুড়ে চোখ রাঙাচ্ছে করোনার নতুন প্রজাতি ‘ওমিক্রন’। ইতিমধ্যেই ২৩টি দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন এই প্রজাতি। বিশেষজ্ঞদের আশঙ্কা, ডেল্টার থেকেও অনেক বেশি সংক্রামক ওমিক্রন।