নয়া দিল্লি: ওমিক্রনের দাপটে ইজরায়েলের পরিস্থিতি ক্রমশই জটিল হচ্ছে। পঞ্চম ঢেউয়ে রীতিমত নাজেহাল ইজরায়েল। রবিবার প্রধানমন্ত্রী নাফতালি বেনেট সে দেশের নাগরিকদের অবিলম্বে টিকা ডোজ সম্পূর্ণ করা এবং বাড়ি থেকে কাজ করতে নির্দেশ দিয়েছেন। সব রকম সতর্কতা অবলম্বন করতে ইজরায়েলবাসীকে নির্দেশ দিয়েছেন  প্রধানমন্ত্রী।


এক ভাষণে বেনেট বলেছিলেন যে গত মাসে যখন ওমিক্রন প্রথম শনাক্ত হয়েছিল তখন ইজরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। কিন্তু প্রাথমিকভাবে সংক্রমণ কমলেও  আচমকাই বৃদ্ধি পায় ওমিক্রন দাপট। রবিবার, স্বাস্থ্য মন্ত্রকের একটি উপদেষ্টা কমিটি সুপারিশ করেছিল যে ইজরায়েল যেন মার্কিন যুক্তরাষ্ট্রকে 'লাল' তালিকাভুক্ত করে। ১৩৪টি ওমিক্রন কেস ধরা পড়েছে সে দেশে। ৩০৭ জনের দেহে এই ভাইরাস মিলতে পারে এমনটাই জানা গিয়েছে।  ১৬৭ জনের দেহে উপসর্গ দেখা গিয়েছে। 


প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এও বলেন, "সংখ্যা এখনও বেশি নয় তবে এটি একটি খুব সংক্রামক রূপ। প্রতি দুই-তিন দিনে নিজেকে দ্বিগুণ গতিতে বাড়ছে। যেমনটা আমরা বিশ্বজুড়ে দেখছে এখন। এটা বলা সম্ভব যে পঞ্চম তরঙ্গ শুরু হয়েছে।"


অন্যদিকে, ওমিক্রন-আতঙ্কের মধ্যেই দিল্লিতে গত ৬ মাসের রেকর্ড ভাঙল করোনায় দৈনিক সংক্রমণ। পাশাপাশি, দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫৩। ব্রিটেনে লাফিয়ে বাড়ছে ওমিক্রন সংক্রমণ। একদিনে আক্রান্ত ১২ হাজার ১৩৩ জন। এই নিয়ে ব্রিটেনে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩৭ হাজার ১০১। এই উদ্বেগের মধ্যে বাড়ছে করোনা সংক্রমণও। গত ২৪ ঘণ্টায় ব্রিটেনে সংক্রমিত ৮২ হাজার ৮৮৬ জন। 


এই প্রেক্ষাপটে হয়ত অতটা তীব্র হবে না, তবে এর সংক্রমণ হার চিন্তার কারণ হয়ে উঠতে পারে। ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে এমনই সতর্কবার্তা দিলেন দেশের একাধিক স্বাস্থ্য বিশেষজ্ঞ। এই পরিস্থিতিতে তাঁদের সতর্কবার্তা, করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় দেশবাসী যেমন সচেতন ছিল, ঠিক তেমনই সতর্ক থাকতে হবে। পিএসআরআই হাসপাতালের চিকিৎসক জি সি খিলানি সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, পশ্চিম ইউরোপে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার তিন থেকে চার মাস পর ভারতে সংক্রমণ ছড়াতে দেখা গেছে। কাজেই, দ্বিতীয় ঢেউয়ের সময় আমরা যেমন সতর্ক ছিলাম, সেরকম সতর্ক থাকতে হবে।