নয়াদিল্লি: স্বাস্থ্যক্ষেত্রে ভারতের সার্বিক অবস্থার একটি চিত্র উঠে এল একটি আন্তর্জাতিক সমীক্ষায়।  মৃত্যুর হার, ম্যালেরিয়া, স্বাস্থ্যবিধি এবং বায়ুদূষণের মাপকাঠিতে অনেকটাই পিছিয়ে ভারত। স্বাস্থ্য সংক্রান্ত সমীক্ষায় ১৮৮ দেশের মধ্যে ভারত রয়েছে ১৪৩ তম স্থানে।
দীর্ঘস্থায়ী উন্নয়ন লক্ষ্য (এসডিজি) স্বাস্থ্য সংক্রান্ত প্রথম বার্ষিক পর্যালোচনা রিপোর্ট মেডিক্যাল জার্নাল ল্যানসেট-এ প্রকাশিত হয়েছে।  তা নিউইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেশনের বিশেষ অনুষ্ঠানে এই জার্নালের আত্মপ্রকাশ ঘটে। রিপোর্টে বলা হয়েছে, দ্রুত আর্থিক বৃদ্ধি স্বত্ত্বেও স্বাস্থ্যক্ষেত্রে ভারতের স্থান কোমোরস এবং ঘানার চেয়ে নিচে। তবে পাকিস্তান ও বাংলাদেশের তুলনায় কিছুটা এগিয়ে রয়েছে ভারত। বাংলাদেশ রয়েছে ১৪৯ এবং পাকিস্তান ১৫১ তম স্থানে।
মৃত্যুর হার, ম্যালেরিয়া, স্বাস্থ্যবিধি এবং বায়ুদূষণের মতো সূচক নিম্নমুখী হওয়ায় ভারত ভুটান, বতসোয়ানা, শ্রীলঙ্কার মতো দেশের থেকে পিছিয়ে রয়েছে ভারত।
সূচক হিসেবে ম্যালেরিয়ার প্রাদুর্ভাবের যে পর্যালোচনা করা হয়েছে, তাতে ভারত সাকুল্যে ১০ পয়েন্ট পেয়েছে। এরফলে ভারত রয়েছে রেড জোনে। স্বাস্থ্যবিধিতে পেয়েছে ৮ পয়েন্ট। পাঁচ বছরের কম শিশুদের মৃত্যুর হারে ভারতের প্রাপ্ত পয়েন্ট ৩৯। মাতৃত্বকালীন মৃত্যুর হারে ২৮ পয়েন্ট পেয়েছে ভারত। যদিও বিভিন্ন ধরনের সংক্রামক রোগ মোকাবিলার ক্ষেত্রে ৮০ পয়েন্ট পেয়েছে ভারত।
২০১৫-তে স্বাস্থ্য সংক্রান্ত এসডিজি-তে সর্বোচ্চ সূচক ছিল আইসল্যান্ড, সিঙ্গাপুর, সুইডেন। ইংল্যান্ডের স্থান পঞ্চম। সর্বনিম্ন সূচক যে দেশগুলিতে রয়েছে সেগুলির মধ্যে রয়েছে সোমালিয়া ও দক্ষিণ সুদান।

সমীক্ষায় বলা হয়েছে যে, ২০০০ সাল থেকে পাঁচ বছরের কম শিশু এবং নবজাতকদের মৃত্যুহার, পরিবার পরিকল্পনা এবং সর্বজনীন স্বাস্থ্য পরিষেবা চালু সহ বেশ কয়েকটি স্বাস্থ্য সংক্রান্ত এসডিজি-র ক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করা গিয়েছে।