বেজিং: নওয়াজ শরিফের সঙ্গে বৈঠকে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে থাকার বার্তা দিয়েছেন চিনের প্রধানমন্ত্রী লি খ্যাজিয়াং।পাক সংবাদমাধ্যম এমনই দাবি করেছিল। কিন্তু এই খবর সম্পর্কে দূরত্ব বাড়াল বেজিং। চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র লু ক্যাঙ বলেছেন, কাশ্মীর  ভারত ও পাকিস্তানের ঐতিহাসিক ইস্যু। এক্ষেত্রে চিনের অবস্থান একই রয়েছে। আমাদের আশা, সংশ্লিষ্ট পক্ষগুলি আলোচনার মাধ্যমে সমস্যার শান্তিপূর্ণ সমাধান করবে।

কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তানের অবস্থানকে চিন সমর্থন জানিয়েছে কিনা, এই প্রশ্নের উত্তরে লু ক্যাঙ একথা বলেছেন। তিনি আরও বলেছেন, গত ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে বৈঠক করেছিলেন চিনের প্রধানমন্ত্রী। এই বৈঠকে দ্বিপাক্ষিক বিষয় সহ পারস্পরিক স্বার্থসমন্বিত আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মতামতের আদানপ্রদান হয়েছে।

উল্লেখ্য, পাকিস্তানের ডন নিউজ জানিয়েছিল, কাশ্মীর সম্পর্কে পাকিস্তানের অবস্থানকে সমর্থন জানিয়েছে চিন। চিনের প্রধানমন্ত্রী কাশ্মীর সম্পর্কে সমর্থন দিয়ে যাওয়ারও আশ্বাস দিয়েছেন। ওই সংবাদপত্রটি চিনের প্রধানমন্ত্রীর বক্তব্যও উদ্ধৃত করেছিল। জিও নিউজও একই ধরনের দাবি করেছিল।

কিন্তু চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র বললেন,কাশ্মীর প্রসঙ্গে বেজিংয়ের অবস্থানের কোনও বদল হয়নি।

লু ক্যাঙ আরও বলেছেন, চিন যে কোনও ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে। আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সন্ত্রাসবাদী আশঙ্কার মোকাবিলা করতে হবে। ভারত ও পাকিস্তান , উভয় দেশই এই অঞ্চলের গুরুত্বপূর্ণ দেশ। এই দুটি দেশ যোগাযোগ ও আলোচনার উদ্যোগ নেবে, বিরোধের বিষয়গুলি সমাধানের চেষ্টা করবে এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তার ক্ষেত্রে যৌথ ভূমিকা গ্রহণ করবে বলেও চিন আশা প্রকাশ করেছে।