ইসলামাবাদ: কাশ্মীরে অশান্তি ও বিচ্ছিন্নতাবাদে উস্কানির পথে থেকে সরতে নারাজ পাকিস্তান। নয়া প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসির নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ‘কাশ্মীরের মানুষের আত্মনিয়ন্ত্রণের লড়াইকে নৈতিক ও কূটনৈতিক সমর্থন করবে পাকিস্তান।’ মন্ত্রিসভার বৈঠকে ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে পাক প্রধানমন্ত্রী বলেছেন, সুপ্রিম কোর্টের রায়ে বরখাস্ত হওয়া প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ‘উন্নতি ও গণতন্ত্রের’ জন্য যে উদ্যোগ নিয়েছিলেন, সেই পথেই হাঁটবে নয়া সরকার।
শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে ৩২টি বিষয়সূচির কথা বলেন আব্বাসি। চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর, লোডশেডিংয়ের সমস্যা মেটানোর জন্য বিদ্যুৎ প্রকল্প, আর্থিক ব্যবস্থার হাল ফেরানো এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই সহ নওয়াজ সরকারের সব প্রকল্পই এগিয়ে নিয়ে যাওয়া হবে। আগামী ১০ মাসে ১০ বছরের উন্নয়নমূলক পরিকল্পনা সম্পূর্ণ করা হবে বলেও জানিয়েছেন আব্বাসি।
কাশ্মীরের মানুষের ‘আত্মনিয়ন্ত্রণের লড়াই’-এ নৈতিক, কূটনৈতিক সমর্থনের সিদ্ধান্ত পাক মন্ত্রিসভার
Web Desk, ABP Ananda
Updated at:
04 Aug 2017 11:21 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -