স্বল্প পাল্লার পরমাণু অস্ত্র তৈরি পাকিস্তানের, ভারতকে হুমকি আব্বাসির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Sep 2017 01:52 PM (IST)
NEXT
PREV
নিউইয়র্ক: ভারতীয় সেনাবাহিনীর ‘কোল্ড স্টার্ট ডকট্রিনে’র মোকাবিলায় তাঁদের দেশ স্বল্পপাল্লার পরমাণু অস্ত্র তৈরি করেছে বলে হুমকি দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি। তাঁর দাবি, পাকিস্তানের পারমাণবিক অস্ত্রসম্ভার সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত।
দু পক্ষের কোনও সংঘাত হলে পাকিস্তানকে পরমাণু অস্ত্র প্রয়োগ করা থেকে বিরত রাখতেই ভারত কোল্ড স্টার্ট ডকট্রিন চালু করেছে বলে জানাচ্ছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।
পাকিস্তানের পরমাণু অস্ত্রসম্ভার জঙ্গীগোষ্ঠীগুলির হাতে চলে আসতে পরে বিশ্বের নানা মহলেই আশঙ্কা রয়েছে। এ প্রসঙ্গে মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক কাউন্সিল অফ ফরেন রিলেশনস-এর একটি প্রশ্নের জবাবে আব্বাসি দাবি করেছেন, সামরিক পরমাণু সরঞ্জাম সুরক্ষিত রাখতে পাকিস্তানের মজবুত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এই সুরক্ষা ব্যবস্থা যে যথেষ্ট নিরাপদ তা গত ২০ বছরে প্রমাণিত হয়েছে। তাঁর আরও দাবি, এই প্রক্রিয়ার দেখভাল করে দেশের নিউক্লিয়ার কম্যান্ড অথরিটি (এনসিএ)। তাই কোনও জঙ্গি সংগঠনের হাতে পরমাণু অস্ত্র বা সামগ্রী পৌঁছে যাওয়ার যে আশঙ্কা করা হচ্ছে, তা অমূলক বলে দাবি করেছেন পাক প্রধানমন্ত্রী।
আব্বাসি আরও বলেছেন, পাকিস্তান কোনও সামরিক কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েন করেনি। তবে ভারতের কোল্ড স্টার্ট ডকট্রিনের মোকাবিলায় পাকিস্তান স্বপ্লপাল্লার পরমাণু অস্ত্র তৈরি করেছে।
পরমাণু কর্মসূচী সঠিকভাবে সামলানোর ক্ষেত্রে পাকিস্তানের সক্ষমতা নিয়েও সংশয় রয়েছে। ওই সংশয় খারিজ করে আব্বাসি বলেছেন, পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা রয়েছে।এতে কোনও সন্দেহই নেই। তিনি বলেছেন, তাঁদের পরমাণু কর্মসূচীর সূচনা ৬০-এর দশকে। এশিয়ার যে দেশগুলি প্রথম ওই কর্মসূচী চালু করেছিল, তার মধ্যে ছিল পাকিস্তানও। তাই গত ৫০ বছরের বেশি সময় ধরে এই সুরক্ষিতভাবে কর্মসূচী চালাচ্ছে পাকিস্তান।ভবিষ্যতেও তাই হবে।
নিউইয়র্ক: ভারতীয় সেনাবাহিনীর ‘কোল্ড স্টার্ট ডকট্রিনে’র মোকাবিলায় তাঁদের দেশ স্বল্পপাল্লার পরমাণু অস্ত্র তৈরি করেছে বলে হুমকি দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি। তাঁর দাবি, পাকিস্তানের পারমাণবিক অস্ত্রসম্ভার সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত।
দু পক্ষের কোনও সংঘাত হলে পাকিস্তানকে পরমাণু অস্ত্র প্রয়োগ করা থেকে বিরত রাখতেই ভারত কোল্ড স্টার্ট ডকট্রিন চালু করেছে বলে জানাচ্ছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।
পাকিস্তানের পরমাণু অস্ত্রসম্ভার জঙ্গীগোষ্ঠীগুলির হাতে চলে আসতে পরে বিশ্বের নানা মহলেই আশঙ্কা রয়েছে। এ প্রসঙ্গে মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক কাউন্সিল অফ ফরেন রিলেশনস-এর একটি প্রশ্নের জবাবে আব্বাসি দাবি করেছেন, সামরিক পরমাণু সরঞ্জাম সুরক্ষিত রাখতে পাকিস্তানের মজবুত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এই সুরক্ষা ব্যবস্থা যে যথেষ্ট নিরাপদ তা গত ২০ বছরে প্রমাণিত হয়েছে। তাঁর আরও দাবি, এই প্রক্রিয়ার দেখভাল করে দেশের নিউক্লিয়ার কম্যান্ড অথরিটি (এনসিএ)। তাই কোনও জঙ্গি সংগঠনের হাতে পরমাণু অস্ত্র বা সামগ্রী পৌঁছে যাওয়ার যে আশঙ্কা করা হচ্ছে, তা অমূলক বলে দাবি করেছেন পাক প্রধানমন্ত্রী।
আব্বাসি আরও বলেছেন, পাকিস্তান কোনও সামরিক কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েন করেনি। তবে ভারতের কোল্ড স্টার্ট ডকট্রিনের মোকাবিলায় পাকিস্তান স্বপ্লপাল্লার পরমাণু অস্ত্র তৈরি করেছে।
পরমাণু কর্মসূচী সঠিকভাবে সামলানোর ক্ষেত্রে পাকিস্তানের সক্ষমতা নিয়েও সংশয় রয়েছে। ওই সংশয় খারিজ করে আব্বাসি বলেছেন, পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা রয়েছে।এতে কোনও সন্দেহই নেই। তিনি বলেছেন, তাঁদের পরমাণু কর্মসূচীর সূচনা ৬০-এর দশকে। এশিয়ার যে দেশগুলি প্রথম ওই কর্মসূচী চালু করেছিল, তার মধ্যে ছিল পাকিস্তানও। তাই গত ৫০ বছরের বেশি সময় ধরে এই সুরক্ষিতভাবে কর্মসূচী চালাচ্ছে পাকিস্তান।ভবিষ্যতেও তাই হবে।
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -