ইসলামাবাদ: চিনের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি নতুন ১৬টি মাল্টি-রোল ‘জেএফ-১৭ থান্ডার’ যুদ্ধবিমান অন্তর্ভুক্ত হল পাকিস্তানের বায়ুসেনায়।


এদিন পাক পঞ্জাব প্রদেশের অ্যাটক অঞ্চলে অবস্থিত কমরা পাক অ্যারোনটিক্যাল কমপ্লেক্সে নতুন যুদ্ধবিমানগুলি পাকিস্তানকে হস্তান্তর করা হয়।


উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আসিফ খোয়াজা। জানা গিয়েছে, পাক বায়ুসেনার ১৪ স্কোয়াড্রনে অন্তর্ভুক্ত করা হচ্ছে নতুন বিমানগুলি।


ইতিমধ্যেই, পাক বায়ুসেনায় ৭০-এর বেশি এধরনের যুদ্ধবিমান রয়েছে। ফলে, এই বিমানই পাকিস্তানের আকাশে মূল স্তম্ভ। জানা গিয়েছে, ভবিষ্যতে আরও ২৫০-৩০০ এধরেনর বিমান পাক বায়ুসেনায় অন্তর্ভুক্ত করা হবে।


এই বিমানে রয়েছে আকাশ থেকে ভূমি ক্ষেপণাস্ত্র, স্বল্পপাল্লার ইনফ্রারেড আকাশ ও আকাশ মিসাইল এবং মাঝারি পাল্লার রেডার-গাইডেড বিভিআর মিসাইল।


পাক বায়ুসেনার প্রধান সোহেল আম্মানের দাবি, বিশ্বের যে কোনও চতুর্থ প্রজন্মের বিমানকে টেক্কা দিতে পারে ‘জেএফ-১৭ থান্ডার’।


এই প্রসঙ্গে, বাজওয়া বলেন, পাক প্রশাসনের লক্ষ্য নিজেদের বায়ুসেনাকে যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত রাখা।


পাকিস্তানকে শান্তিপ্রিয় রাষ্ট্র হিসেবে উল্লেখ করে তিনি যোগ করেন, আন্তর্জাতিক মহল বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আশাবাদী পাকিস্তান।


পাশাপাশি, নিজেদের স্বার্থরক্ষা করতেও যে পাকিস্তান বদ্ধপরিকর, তাও মনে করিয়ে দেন তিনি। বলেন, যে কোনও আগ্রাসন থেকে নিজেদের সীমান্ত রক্ষা করতে সমর্থ পাক-বাহিনী।


এদিকে, এদিনই ভারতের বিরুদ্ধে আঞ্চলিক শান্তি বিঘ্নিত ঘটানোর অভিযোগ তুলল পাক বিদেশ দফতরের মুখপাত্র নাফিস জাকারিয়া। তাঁর মতে, নিজেদের সামরিক শক্তি বৃদ্ধির মাধ্যমে ভারত গোটা অঞ্চলের শান্তি বিপন্ন করছে।