লাহৌর: পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী এহসান ইকবালের ওপর প্রাণঘাতী হামলা চালাল এক বন্দুকবাজ। এদিন পাক পঞ্জাব প্রদেশে তাঁকে লক্ষ্য করে এলোপাথারি গুলি ছোঁড়ে হামলাকারী। একটি গুলি ৫৯ বছর বয়সী ইকবালের ডান কাঁধে লাগে। এদিন একটি জনসভায় অংশ নিতে নিজের আদি বাসস্থান নরোয়লের কাঞ্জরুর মহকুমায় গিয়েছিলেন ইকবাল। গাড়িতে বসার সময় তাঁকে গুলি করা হয়। মন্ত্রীর ছেলে আহমেদ ইকবাল পরে জানান, তাঁর বাবা বিপন্মুক্ত আছেন। তাঁকে লাহোরে নিয়ে যাওয়া হয়েছে।
জানা গিয়েছে, আততায়ী একটি ৩০-বোরের পিস্তল থেকে প্রায় ১৮ মিটার দূর থেকে গুলি করে। সঙ্গে সঙ্গে আততায়ীকে আটক করে নিরাপত্তারক্ষীরা। তবে কেন সে হামলা চালিয়েছে, তা জানা যায়নি। পুলিশ জানিয়েছে, হামলাকারীর নাম আবিদ হোসেন। বয়স আনুমানিক ২২ বছর। জানা গিয়েছে, সে নারোয়ালের বাসিন্দা।
পাক অভ্যন্তরীণ মন্ত্রী এহসান ইকবালকে লক্ষ্য করে গুলি, বাঁচলেন প্রাণে
Web Desk, ABP Ananda
Updated at:
06 May 2018 09:37 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -