করাচি: অবৈধ তহবিল যোগানের মামলায় জামাত-উদ-দাওয়া-র প্রধান হাফিজ সইদকে ১০ বছরের কারাদণ্ড পাকিস্তানের একটি সন্ত্রাস-দমন আদালতের। পাক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। হাফিজ ছাড়াও আরও দুজনের কারাদণ্ড হয়েছে। এই দুজন জাফর ইকবাল ও ইয়াহিয়া মুহাজিদ। দুই পৃথক অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের পাঁচ বছরের কারাদণ্ড ও অন্য একটি মামলায় ছয় মাসের কারাদণ্ড হয়েছে। এছাড়াও আর্থিক জরিমানাও হয়েছে।


বিচারক আর্শাদ হুসেন ভুট্টা জানিয়েছেন, সাজা একযোগে কার্যকর হবে। তিনজনেরই স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে।
উল্লেখ্য, সইদ ২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী। তাকে গত বছরের ১৭ জুলাই লাহোর থেকে ৫০ কিমি দূরে কামোকে টোল প্লাজা থেকে গ্রেফতার করা হয়েছিল। চারটি রায় তার বিরুদ্ধে গিয়েছে। ৪১ টি মামলায় তার নাম রয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি জামাত নেতার অবৈধ তহবিল যোগান ও জবরদখলের মামলায় কারাদণ্ড হয়েছিল। দুটি মামলায় তার পাঁচ বছর ও ছয় মাসের কারাদণ্ড হয়েছিল।