ইসলামাবাদ: বালোচিস্তান সম্পর্কে নরেন্দ্র মোদীর সাম্প্রতিক মন্তব্যের নিন্দা করে প্রস্তাব নেওয়া হল পাকিস্তানের বালোচিস্তানে প্রাদেশিক অ্যাসেম্বলিতে। প্রস্তাবটি পেশ করেন শাসক পাকিস্তান মুসলিম (নওয়াজ)-এর আইনপ্রনেতা মহম্মদ খান লেহরি। সেটি সব দলেরই সমর্থন পায়। ভারতের প্রধানমন্ত্রীর নিন্দায় আনা প্রস্তাবে সই করেন বালোচিস্তানের মুখ্যমন্ত্রী নবাব সানাউল্লাহ লেহরিও। প্রস্তাবে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রীর মন্তব্যে প্রমাণ, বালোচিস্তান সন্ত্রাসবাদে ইন্ধন দিচ্ছে ভারত।

ভারতের প্রধানমন্ত্রী পাকিস্তানের সার্বভৌমত্ব ও সেই সংক্রান্ত রাষ্ট্রসঙ্ঘের সনদ লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেন লেহরি। অ্যাসেম্বলিতে দাবি ওঠে, মোদীর মন্তব্যের বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে মুখ খুলুক ফেডারেল সরকার, বালোচিস্তানে ভারতের ঘৃণ্য নকশা দুনিয়ার সামনে ফাঁস করুক। কাশ্মীর থেকে গোটা দুনিয়ার নজর ঘোরাতেই মোদী ওই মন্তব্য করেছেন বলে অভিযোগ করেন বালোচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগটি।

প্রসঙ্গত, স্বাধীনতা দিবসে লালকেল্লার ভাষণে মোদী বলেছিলেন, তিনি বালোচিস্তান ও গিলগিট-বালটিস্তান সহ পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জনগণের সমস্যা তুলে ধরেছেন। এজন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।

দি ডন-এর খবর, ন্যাশনাল পার্টির নেতা সর্দার আসলাম বিজেঞ্জো মোদীর মন্তব্যের কড়া নিন্দা করে পাকিস্তানের শত্রুদের চক্রান্ত ব্যর্থ করতে সব রাজনৈতিক দলকে একজোট হওয়ার ডাক দেন।

প্রসঙ্গত, গত সপ্তাহে পঞ্জাব প্রদেশেও মোদীর নিন্দা করে প্রস্তাব পাস হয়েছে।