Pakistan Emergency LIVE Updates: আজই পাকিস্তানে জাতীয় পরিষদের অধিবেশন, পরবর্তী প্রধানমন্ত্রী কে?

Pakistan Emergency LIVE Updates: পাক সেনার বিরুদ্ধে উঠল ‘চৌকিদার চোর হ্যায়’ (Chowkidar chor hai) স্লোগান। পাকিস্তানের পঞ্জাব প্রদেশের লাল হাভেলিতে ইমরানের সমর্থকদের জমায়েত থেকে এই স্লোগান ওঠে।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 11 Apr 2022 03:12 PM
Pakistan Emergency LIVE Update: ১৩ এপ্রিল ইমরানের দলের প্রতিবাদ মিছিল

আগামী ১৩ এপ্রিল দেশব্যাপী প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে ইমরানের দল পাকিস্তান-তেহরিক-ই-ইনসাফ।

Pakistan Emergency LIVE: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির প্রার্থী মাহমুদ কুরেশি

ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টি তাদের প্রার্থী হিসেবে শাহ মাহমুদ কুরেশিকে মনোনীত করেছে।


 
Pakistan Emergency LIVE Update: শাহবাজ শরিফের বার্তা

''এক নতুন ভোরের শুরু হতে চলেছে'', ইমরান জমানার শেষ নিয়ে বার্তা শাহবাজ শরিফের।

Pakistan Emergency LIVE: সভাপতিত্ব করছেন ইমরান

পার্লামেন্টারি পার্টির বৈঠকে সভাপতিত্ব করছেন ইমরান খান। 

Pakistan Emergency LIVE Update: শাহ মাহমুদ কুরেশিকে সমর্থনের আহ্বান

জাতীয় পরিষদের অধিবেশনের আগে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা আসাদ উমর দলের প্রার্থী শাহ মাহমুদ কুরেশিকে সমর্থন করার জন্য হাউসে তাদের উপস্থিতি নিশ্চিত করার জন্য সমস্ত দলের আইনপ্রণেতাদের নির্দেশ দিয়েছেন।

Pakistan Emergency LIVE: পাকিস্তানে ফিরছেন নাওয়াজ শরিফ

ঈদের পরই পাকিস্তানে ফিরে আসতে চলেছেন নাওয়াজ শরিফ।

Pakistan Emergency LIVE Update: ধন্যবাদ জানালেন ইমরান

দেশজুড়ে তাঁর সমর্থকদের, যাঁরা মিছিল করে ইমরানের হয়ে স্লোগান তুলে তাঁর পাশে দাঁড়িয়েছেন, তাঁদের ধন্যবাদ জানালেন প্রাক্তন পাক প্রধামন্ত্রী ইমরান খান।

Pakistan Emergency LIVE: ইমরানের দলের পক্ষে দেশব্যাপী মিছিল

ইমরানের দলের পক্ষ থেকে ইসলামাবাদ, করাচি, পেশোয়ার, লাহৌর সহ পাকিস্তানের বিভিন্ন শহরে বিক্ষোভ-মিছিল করা হয়।

Pakistan Emergency LIVE Update: দুপুর ১২টায় পার্লামেন্ট হাউসে পার্লামেন্টারি পার্টির বৈঠক

ইমরান খান আজ স্থানীয় সময় দুপুর ১২টায় পার্লামেন্ট হাউসে পার্লামেন্টারি পার্টির বৈঠক ডেকেছেন।

Pakistan Emergency LIVE: আজই কি প্রধানমন্ত্রী হচ্ছেন শরিফ?

পাকিস্তানের বিরোধী দলগুলি পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শাহবাজ শরিফকে মনোনীত করেছে। তিনি আজই সরকারিভাবে প্রধানমন্ত্রী নির্বাচিত হতে পারেন।

Pakistan Emergency LIVE Update:এগিয়ে শাহবাজ

পরবর্তী পাক প্রধানমন্ত্রী পদের দৌড়ে এগিয়ে নাওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ।

Pakistan Emergency LIVE: পাক সেনার বিরুদ্ধে স্লোগান

প্রধানমন্ত্রী ইমরান খান ক্ষমতা হারানোর পর পাক সেনার বিরুদ্ধে উঠল ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগান।

প্রেক্ষাপট

প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) ক্ষমতা হারানোর পর পাক সেনার বিরুদ্ধে উঠল ‘চৌকিদার চোর হ্যায়’ (Chowkidar chor hai) স্লোগান। পাকিস্তানের পঞ্জাব প্রদেশের লাল হাভেলিতে ইমরানের সমর্থকদের জমায়েত থেকে এই স্লোগান ওঠে। পাকিস্তানের প্রাক্তন অভ্যন্তরীণ মন্ত্রী শেখ রশিদ অবশ্য দলীয় কর্মী-সমর্থকদের এই স্লোগান দিতে বারণ করেন। তিনি বলেন, ‘এরকম স্লোগান দেবেন না। আমরা শান্তিপূর্ণভাবে লড়াই করব। ২৯ এপ্রিল ইদ। তারপর আমরা লাল হাভেলি থেকে জেল ভরো আন্দোলন শুরু করব। আমি নিজে করাচি থেকেএই আন্দোলন শুরু করব।’


মধ্যরাতে পাকিস্তানে ইমরান খান সরকারের পতন হয়। ৩৪২ জন পাক সাংসদের মধ্যে বিরোধীদের পক্ষে পড়ে ১৭৪টি ভোট। এরপরই ইস্তফা দেন পাক অ্যাটর্নি জেনারেল। ভোটাভুটির ফল প্রকাশের আগেই হার নিশ্চিত বুঝে রণে ভঙ্গ দেন ইমরান।কপ্টারে ইসলামবাদ ছাড়েন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.