ইসলামাবাদ: কুলভূষণ যাদবের সঙ্গে তাঁর মা ও স্ত্রীর কথাবার্তা হয়ে যাওয়ার পর সাংবাদিক সম্মেলন করে তাঁর বিরুদ্ধে পুরানো অভিযোগেরই পুনরাবৃত্তি করল পাকিস্তান বিদেশমন্ত্রক। ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন কমান্ডারের পরিবারের দুই সদস্য তাঁর সঙ্গে পাক বিদেশমন্ত্রকের ঘরে কাচের দেওয়ালের ওপার থেকে আধ ঘন্টা কথা বলার পর ভারতীয় হাই কমিশনে চলে যান। আর সাংবাদিক বৈঠকে পাক বিদেশমন্ত্রক দাবি করে, কুলভূষণ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে নিজের অপরাধ কবুল করেছেন। তাদের সাফাই, ইসলামের আদর্শ মেনেই মানবিক মূল্যবোধ রক্ষায় কুলভূষণের পরিবারকে তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হল।
পাক বিদেশমন্ত্রকের দাবি, কুলভূষণ বালুচিস্তানে অন্তর্ঘাত, সন্ত্রাসবাদ, গুপ্তচরবৃত্তিতে যুক্ত থাকার কথা কবুল করেছেন। বালুচিস্তানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র কর্মীদের হামলার নিশানা করা, কোয়েটায় হামলা চালানো ও তেহরিক-ই-তালিবানকে সমর্থনের কথাও স্বীকার করেছেন। কমান্ডার যাদব ভারতীয় সন্ত্রাসবাদের মুখ, তকমা দেয় তারা। সন্ত্রাসবাদ, চরবৃত্তির জন্যই তাকে মৃত্যুদণ্ড দিয়েছে সামরিক আদালত।
পাশাপাশি সাংবাদিক বৈঠকে কুলভূষণের একটি নতুন ভিডিও চালিয়ে দেখানো হয়। সেই ভিডিও তিনি স্ত্রী, মায়ের সঙ্গে দেখা করার আগের বলে জানান মন্ত্রকের লোকজন। তাতে কুলভূষণকে বলতে শোনা যাচ্ছে, স্ত্রী ও মায়ের সঙ্গে বৈঠকের ব্যবস্থা করে দিতে আবেদন করেছিলাম। সেই আর্জি পূরণ করায় পাক সরকারকে ধন্যবাদ দিতে চাই।
এটাই শেষ দেখা নয়। এ কথাটা স্পষ্ট মাথায় রাখতে হবে। বলেন পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র ফয়সল। কুলভূষণের মা অবন্তী, স্ত্রী চেতনকুল তাঁর সঙ্গে দেখা করার পর তিনি বলেন, এই বৈঠকে কনস্যুলেটকে সামিল হওয়ার সুযোগ দেওয়া হয়নি। আমরা ভারতকে আগেই জানিয়ে রেখেছিলাম, তাদের কূটনীতিক বৈঠক দেখতে পারবেন, কিন্তু তাতে অংশ নিতে পারবেন না, কোনও কথা বলতে পারবেন না সেখানে।
কুলভূষণ 'ভারতীয় সন্ত্রাসের মুখ', স্ত্রী ও মায়ের সঙ্গে তাঁর বৈঠকের পর বলল পাকিস্তান, বের করল নতুন ভিডিও
Web Desk, ABP Ananda
Updated at:
25 Dec 2017 05:24 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -