ইসলামাবাদ: ভারত যেভাবে কুলভূষণ যাদবের বিষয়টি নিয়ে আন্তর্জাতিক আদালতে সওয়াল করে সাফল্য পেয়েছে, এবার সেই পথেই হেঁটে একই আদালতে কাশ্মীর প্রসঙ্গ উত্থাপনের হুঁশিয়ারি দিল পাকিস্তান। আজ পাকিস্তানের বিদেশ দফতরের মুখপাত্র মহম্মদ ফয়সল বলেছেন, ‘জম্মু ও কাশ্মীরের বিষয়টি নিয়ে আমরা আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা ভাবছি। এটা একটা জটিল আইনি সমস্যা। অ্যাটর্নি জেনারেল এই বিষয়টি দেখছেন। উপযুক্ত সময়ে এ বিষয়ে খবর দিতে পারব।’
পাকিস্তান গত কয়েক দশক ধরেই বারবার আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করে চলেছে। অন্যদিকে, ভারত বরাবর দ্বিপাক্ষিক আলোচনার পক্ষে। আন্তর্জাতিক আদালত কয়েক মাস আগে কুলভূষণের মৃত্যুদণ্ড নিয়ে পাকিস্তানের সামরিক আদালতের রায় স্থগিত করে দিয়েছে। এরপরেই এই আদালতে কাশ্মীর প্রসঙ্গ উত্থাপনের পরিকল্পনা করছে পাকিস্তান। এ বিষয়ে সরাসরি কোনও জবাব না দিলেও, সেই ইঙ্গিতই মিলেছে ফয়সলের কথায়।
ফয়সল আরও বলেছেন, কুলভূষণের সঙ্গে তাঁর স্ত্রীর পাশাপাশি মা-কেও দেখা করতে দেওয়ার বিষয়ে ভারতের আবেদন বিবেচনা করা হচ্ছে। তবে ভারত যেভাবে পাকিস্তানের নাগরিকদের বেছে বেছে মেডিক্যাল ভিসা দিচ্ছে, সেটা নিন্দনীয়। রাজনৈতিক প্রচার পাওয়ার লক্ষ্যে ইচ্ছামতো ব্যক্তিদের মেডিক্যাল ভিসা দেওয়া হচ্ছে।
কুলভূষণের পাল্টা, আন্তর্জাতিক আদালতে কাশ্মীর প্রসঙ্গ তোলার হুঁশিয়ারি পাকিস্তানের
Web Desk, ABP Ananda
Updated at:
23 Nov 2017 09:35 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -