জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে পাকিস্তানকে আরও ব্যবস্থা নিতে হবে, সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদী হামলা বন্ধ করতে না পারলে একতরফা ব্যবস্থা নিতে তৈরি আমেরিকা, জানিয়ে দেওয়া হল আব্বাসিকে
Web Desk, ABP Ananda
Updated at:
18 Mar 2018 05:01 PM (IST)
NEXT
PREV
ওয়াশিংটন: পাকিস্তানকে তাদের মাটিতে সক্রিয় তালিবান ও অন্যান্য সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির বিরুদ্ধে অবশ্যই আরও পদক্ষেপ করতে হবে। পাকিস্তান তাদের ভূখণ্ড থেকে সীমান্ত পেরিয়ে অন্য দেশে সন্ত্রাসবাদী হামলা বন্ধ করতে না পারলে ট্রাম্প প্রশাসন একতরফা ব্যবস্থা নিতে তৈরি। মার্কিন মুলুকে ব্যক্তিগত সফরে আসা পাক প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি তাঁর সঙ্গে দেখা করলে আমেরিকার তরফে তাঁকে এই হুঁশিয়ারি দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। এ খবর দিয়েছে পাক দৈনিক দি ডন।
অসুস্থ বোনকে আমেরিকায় দেখতে এসেছিলেন আব্বাসি। সাক্ষাতের ফাঁকে তিনি পেন্সের সঙ্গে সৌজন্যমূলক দেখা করতে মার্কিন নৌবাহিনীর দপ্তরে যান। সেখানেই সরকারি বাসভবন পেন্সের। গতকাল আব্বাসির অনুরোধেই হয় এই সাক্ষাত্।
বৈঠকের পর হোয়াইট হাউস এক বিবৃতিতে বলে, পাকিস্তান সরকারের তাদের ভূখণ্ডে সক্রিয় তালিবান, হক্কানি নেটওয়ার্ক ও অন্য জঙ্গি গোষ্ঠীগুলিকে দমনের ব্যাপারে আরও কিছু করা দরকার, প্রেসিডেন্ট ট্রাম্পের এই বক্তব্যের পুনরাবৃত্তি করেছেন ভাইস প্রেসিডেন্ট। তিনি জানিয়ে দিয়েছেন, যেসব সন্ত্রাসবাদী গোষ্ঠী আমেরিকার সুরক্ষা ও এলাকার স্থিতিশীলতার সামনে বিপদ, তাদের মুছে দিতে আমেরিকার প্রয়াস বহাল থাকবে, পাকিস্তান আমেরিকার সঙ্গে আরও মিলেমিশে কাজ করতে পারে, সেটা তাদের করা উচিতও।
আধ ঘন্টার আলোচনায় পেন্স সীমান্ত পেরিয়ে জঙ্গি হামলা বন্ধে পাকিস্তানের তরফে অবিলম্বে পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
দি ডন-এর খবর, পেন্স-আব্বাসি আলোচনার কয়েক ঘন্টা বাদেই ট্রাম্প প্রশাসনের শীর্ষকর্তারা বিশেষ সাংবাদিক বৈঠক ডেকে পাকিস্তানের আফগানিস্তান নীতিতে আমেরিকার অসন্তোষ জানিয়ে দেন। এক পদস্থ কর্তাকে উদ্ধৃত করে ডন জানিয়েছে, দক্ষিণ এশিয়া নীতি ঘোষণার ৬ মাস বাদেও আমেরিকা যেমন চায়, তেমন নির্ধারক পদক্ষেপ এখনও করেনি পাকিস্তান। আমরা এখনও অপেক্ষা করে রয়েছি, তালিবান ও হক্কানিদের নিরাপদ ঘাঁটিগুলি ধ্বংসে শুধু কথায় নয়, সত্যি সত্যি কবে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
ওয়াশিংটন: পাকিস্তানকে তাদের মাটিতে সক্রিয় তালিবান ও অন্যান্য সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির বিরুদ্ধে অবশ্যই আরও পদক্ষেপ করতে হবে। পাকিস্তান তাদের ভূখণ্ড থেকে সীমান্ত পেরিয়ে অন্য দেশে সন্ত্রাসবাদী হামলা বন্ধ করতে না পারলে ট্রাম্প প্রশাসন একতরফা ব্যবস্থা নিতে তৈরি। মার্কিন মুলুকে ব্যক্তিগত সফরে আসা পাক প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি তাঁর সঙ্গে দেখা করলে আমেরিকার তরফে তাঁকে এই হুঁশিয়ারি দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। এ খবর দিয়েছে পাক দৈনিক দি ডন।
অসুস্থ বোনকে আমেরিকায় দেখতে এসেছিলেন আব্বাসি। সাক্ষাতের ফাঁকে তিনি পেন্সের সঙ্গে সৌজন্যমূলক দেখা করতে মার্কিন নৌবাহিনীর দপ্তরে যান। সেখানেই সরকারি বাসভবন পেন্সের। গতকাল আব্বাসির অনুরোধেই হয় এই সাক্ষাত্।
বৈঠকের পর হোয়াইট হাউস এক বিবৃতিতে বলে, পাকিস্তান সরকারের তাদের ভূখণ্ডে সক্রিয় তালিবান, হক্কানি নেটওয়ার্ক ও অন্য জঙ্গি গোষ্ঠীগুলিকে দমনের ব্যাপারে আরও কিছু করা দরকার, প্রেসিডেন্ট ট্রাম্পের এই বক্তব্যের পুনরাবৃত্তি করেছেন ভাইস প্রেসিডেন্ট। তিনি জানিয়ে দিয়েছেন, যেসব সন্ত্রাসবাদী গোষ্ঠী আমেরিকার সুরক্ষা ও এলাকার স্থিতিশীলতার সামনে বিপদ, তাদের মুছে দিতে আমেরিকার প্রয়াস বহাল থাকবে, পাকিস্তান আমেরিকার সঙ্গে আরও মিলেমিশে কাজ করতে পারে, সেটা তাদের করা উচিতও।
আধ ঘন্টার আলোচনায় পেন্স সীমান্ত পেরিয়ে জঙ্গি হামলা বন্ধে পাকিস্তানের তরফে অবিলম্বে পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
দি ডন-এর খবর, পেন্স-আব্বাসি আলোচনার কয়েক ঘন্টা বাদেই ট্রাম্প প্রশাসনের শীর্ষকর্তারা বিশেষ সাংবাদিক বৈঠক ডেকে পাকিস্তানের আফগানিস্তান নীতিতে আমেরিকার অসন্তোষ জানিয়ে দেন। এক পদস্থ কর্তাকে উদ্ধৃত করে ডন জানিয়েছে, দক্ষিণ এশিয়া নীতি ঘোষণার ৬ মাস বাদেও আমেরিকা যেমন চায়, তেমন নির্ধারক পদক্ষেপ এখনও করেনি পাকিস্তান। আমরা এখনও অপেক্ষা করে রয়েছি, তালিবান ও হক্কানিদের নিরাপদ ঘাঁটিগুলি ধ্বংসে শুধু কথায় নয়, সত্যি সত্যি কবে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -