নয়াদিল্লি: পাকিস্তানে ( Pakistan ) এয়ারস্ট্রাইক। মিসাইলের আঘাতে প্রাণ গিয়েছে দুই শিশুর। আহত আরও তিন শিশু। পাকিস্তানের বালুচিস্তানে জেহাদি সংগঠন জইশ আল-আদলের ঘাঁটিতে আঘাত হেনেছে ইরানের এলিট রেভল্যুশনারি গার্ড। হামলায় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয়েছে বলে সংবাদমাধ্যমে দাবি।
পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফে পাওয়া তথ্য অনুসারে,এই এয়ারস্ট্রাইক চালিয়েছে ইরান । বালুচি গ্রুপকে নিশানা করে করা এয়ারস্ট্রাইকে মারা গিয়েছে ২ শিশু। আহত হয়েছে আরও শিশু। বিনা অনুমতিতে ইরানের এই আকাশসীমা লঙ্ঘনের তীব্র প্রতিবাদ করেছে পাকিস্তান।
হামলার পর ইরানের দাবি, তারা সন্ত্রাসবাদী সংগঠন জইশ আল-আদলের ঘাঁটিতে হামলা করেছে। শুরুতে পাকিস্তানের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া না পাওয়া গেলেও পরে পাকিস্তান ইরানকে হুঁশিয়ারি দিয়েছে, এর পরিণতি ভাল হবে না।
রয়টার্স সূত্রে খবর, ইরান পাকিস্তানে জইশ আল-আদলের দুটি ঘাঁটিতে হামলা চালিয়েছে। এই সন্ত্রাসী গোষ্ঠী অতীতে পাকিস্তানের সীমান্ত এলাকায় ইরানি নিরাপত্তা কর্মীদের ওপর হামলা চালিয়েছিল।
পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফে টুইট করে পাল্টা হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পাকিস্তানের তরফে বলা হয়েছে, কোনওরকম উস্কানি ছাড়াই ইরানের এই আকাশসীমা লঙ্ঘন এবং পাকিস্তানের ভূখণ্ডে হামলার তীব্র করা হচ্ছে। এর ফলে দুই নিষ্পাপ শিশু মারা গিয়েছে। এবং তিনজন মেয়ে আহত হয়েছে। এই হামলার মারাত্মক পরিণতি হতে পারে বলে হুঙ্কার ইসলামাবাদের।
তেহরানের তরফে দাবি করা হয়েছে বালুচিস্তানে সন্ত্রাসবাদী গোষ্ঠীর দুটি ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বালুচের সীমান্তে ইরান বিরোধী কিছু জঙ্গি গোষ্ঠী সক্রিয়, তার মধ্যেই জইশ আল আদিল। তেহরানের দাবি, এই গোষ্ঠী মাঝে মধ্যেই ইরান-পাক সীমান্তে ইরানের সীমান্তরক্ষী বাহিনীর উপরে হামলা চালায়। তাই ওই জঙ্গি গোষ্ঠীর ঘাঁটিতে আঘাত হানা হয়েছে বলে দাবি ইরানের। সাম্প্রতিক অতীতেই সিরিয়া ও ইরাকে ইরান-বিরোধী জঙ্গিদের উপরে মিসাইল হামলা চালিয়েছিল ইরান।