ভারতে মার্কিন ড্রোনের সরবরাহে আপত্তি করল পাকিস্তান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Oct 2017 03:30 PM (IST)
ফাইল ছবি
ইসলামাবাদ: ভারতে আমেরিকা ড্রোন সরবরাহ চালিয়ে গেলে এই অঞ্চলে সামরিক হঠকারিতার আশঙ্কা বাড়বে। অতএব তা বন্ধ করা উচিত। আমেরিকাকে বলল পাকিস্তান। মার্কিন প্রশাসন জানিয়েছে, ভারত তার বায়ুসেনার আধুনিকীকরণের জন্য সশস্ত্র ড্রোনের জন্য যে আবেদন করেছে, তা বিবেচনা করছে তারা। এর পরেই এই মন্তব্য করেছে পাক বিদেশ মন্ত্রক। নাম না করে সার্জিক্যাল স্ট্রাইকের প্রসঙ্গ টেনে পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেছেন, আমেরিকা সশস্ত্র ড্রোন পাঠালে আঞ্চলিক সংঘর্ষের আশঙ্কা বেড়ে যাবে। তাঁর দাবি, পাকিস্তান বরাবর আঞ্চলিক স্থিতাবস্থার পক্ষে, আন্তর্জাতিকভাবে যে কোনও অস্ত্র সরবরাহের সময় এই স্থিতাবস্থার কথা মাথায় রাখা উচিত। এভাবে অন্য শক্তি এসে এখানে নাক গলিয়ে অস্ত্র সরবরাহ করলে দক্ষিণ এশিয়ার কৌশলগত স্থিতাবস্থা বিঘ্নিত হতে পারে বলে দাবি করেছেন তিনি। ভারত-মার্কিন ঘনিষ্ঠতা নিয়ে পাক বিদেশ মন্ত্রক বলেছে, তারা কোনও দ্বিপাক্ষিক সম্পর্কের বিরুদ্ধে নয় কিন্তু চিনকে দমন করা বা পাকিস্তানকে হুমকি দেওয়ার অ্যাজেন্ডার ওপর ভিত্তি করে সেই সম্পর্কের বেড়ে ওঠা অনুচিত।