ইসলামাবাদ: আপাতত গদি বাঁচল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের। তাঁর বিরুদ্ধে জাতীয় সংসদে আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দিলেন ডেপুটি স্পিকার। অশান্তির আশঙ্কায় ইসলামাবাদজুড়ে জারি হয়েছে ১৪৪ ধারা।


ফের ভোটের দাবি ইমরান খানের


‘সংসদ খারিজ করে ফের ভোট হোক। বহিরাগত শক্তি দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। বহিরাগত শক্তির ষড়যন্ত্র বানচাল হয়ে গিয়েছে। দেশের মানুষ পরবর্তী সরকার ঠিক করুক’, বললেন পাক প্রধানমন্ত্রী।


পাক সুপ্রিম কোর্টে যাচ্ছে বিরোধীরা


সংসদে অনাস্থা প্রস্তাব খারিজ হওয়ায় পাক সুপ্রিম কোর্টে যাচ্ছে বিরোধীরা। জানালেন পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাবল ভুট্টো জারদারি। 


সংসদে গরহাজির ইমরান খান


আজ পাক প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে থাকার কথা ছিল। তিনি অবস্থান বদল করে দলীয় সব সাংসদকে সংসদে হাজির থেকে অনাস্থা প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়ার নির্দেশ দেন। কিন্তু শেষপর্যন্ত ইমরান খান নিজেই সংসদে হাজির হননি।


জাতির উদ্দেশে ভাষণ পাক প্রধানমন্ত্রীর


ডেপুটি স্পিকার অনাস্থা প্রস্তাব খারিজ করে দেওয়ার পর জাতির উদ্দেশে ভাষণে পাক প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমি প্রেসিডেন্টকে চিঠি দিয়ে সংসদ ভেঙে দিতে বলেছি। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হওয়া উচিত। আমি পাকিস্তানের মানুষকে নির্বাচনের জন্য তৈরি হতে বলছি।’


ইমরান খান আরও বলেছেন, ‘স্পিকারের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আমি সব পাকিস্তানিকে অভিনন্দন জানাচ্ছি। অনাস্থা প্রস্তাব আমাদের বিরুদ্ধে বিদেশি চক্রান্ত ছিল। কারা সরকার চালাবে, এটা পাকিস্তানের ঠিক করা উচিত।’


সংসদে পাকিস্তানের মন্ত্রী চৌধুরী ফাওয়াদ হুসেন বলেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে বিদেশি সরকার পাকিস্তানে ক্ষমতার পালাবদল ঘটানোর চেষ্টা করছে। তারাই অনাস্থা প্রস্তাব আনার পিছনে আছে।’


এর আগে পাক জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারায় ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। তাদের জোটসঙ্গী জোটসঙ্গী এমকিউএম-পি হাত মেলায় বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টির সঙ্গে। ফলে পাকিস্তানে বিরোধীরাই সংখ্যাগরিষ্ঠ হয়। তবে হাল ছাড়েননি ইমরান খান। লড়াইয়ের বার্তা দিয়েই আজ অনাস্থা প্রস্তাব মোকাবিলা করেন তিনি। অশান্তির আশঙ্কায় ইসলামাবাদজুড়ে জারি হয় ১৪৪ ধারা। পাক সংবাদ মাধ্যম সূত্রে খবর, অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার আগেই পঞ্জাব প্রদেশের গভর্নর চৌধুরী মহম্মদ সারওয়ারকে বরখাস্ত করে ফেডারেল সরকার। অ্যাক্টিং গভর্নর হিসেবে দায়িত্ব দেওয়া হয় ডেপুটি স্পিকারকে। তিনি অনাস্থা প্রস্তাব খারিজ করে দিলেন।