ইসলামাবাদ: কুলভূষণ যাদব ইস্যুতে আন্তর্জাতিক মহলে মুখ পুড়েছে পাকিস্তানের। এই দাবিতে পাকিস্তানের সেনেটে মুলতুবি প্রস্তাব পেশ করেছে জামাত-ই-ইসলামি। সেই প্রস্তাব নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে। সেনেটের চেয়ারম্যান রাজা রব্বানি বলেছেন, জামাতের সেনেটর সিরাজুল হক এই মুলতুবি প্রস্তাব পেশ করেছেন। সেনেট সেই প্রস্তাব গ্রহণ করেছে। এই প্রস্তাব নিয়ে দু ঘণ্টা আলোচনা হবে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় বিদেশ মন্ত্রক এবং অ্যাটর্নি জেনারেলকেও নোটিস দেওয়া হয়েছে।

সিরাজুল বলেছেন, আন্তর্জাতিক আদালতে কুলভূষণের মামলা লড়ার জন্য উপযুক্ত প্রস্তুতি নেয়নি পাকিস্তান। বিভিন্ন ব্যক্তির মন্তব্যে এটা স্পষ্ট হয়ে গিয়েছে। কুলভূষণকে গ্রেফতার করে বড় সাফল্য পেয়েছিল পাকিস্তান। কিন্তু তা সত্ত্বেও ভারতকে কোণঠাসা করা সম্ভব হয়নি। আন্তর্জাতিক আদালত ভারতের দাবি মেনে কুলভূষণের মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ জারি করেছে। এই ইস্যুতে পাকিস্তানকে ক্রমাগত হুমকি দিয়ে চলেছে ভারত।