লাহৌর: ব্রিটিশ আমলে ভারতের স্বাধীনতা সংগ্রামের বীর বিপ্লবী শহিদ ভগৎ সিংহর বিচার সংক্রান্ত মামলার নথির প্রদর্শনীর ব্যবস্থা করেছেপাকিস্তান সরকার। ভগৎ সিংহ সংক্রান্ত আরও কয়েকটি ঐতিহাসিক নথিও প্রদর্শনীতে থাকছে। এই প্রথম ভগৎ সিংহর বিরুদ্ধে বিচার সংক্রান্ত মামলার নথি প্রদর্শনী করছে পাকিস্তান। গতকাল মুখ্য সচিব জাহিদ সায়িদের নেতৃত্বে পঞ্জাব সরকারের পদস্থ আমলাদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে বিপ্লবী ভগৎ সিংহকে 'ভারত ও পাকিস্তান-উভয় দেশের নায়ক' হিসেবে ঘোষণা করা হয়।
পঞ্জাব সরকারের এক আধিকারিক জানিয়েছেন, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, ভগৎ সিংহ ভারত ও পাকিস্তান-উভয় দেশেরই স্বাধীনতা সংগ্রামের নায়ক। ভগৎ সিংহ ও তাঁর সহযোদ্ধাদের ব্রিটিশ সাম্রাজ্যের নাগপাশ থেকে মুক্তির সংগ্রাম সম্পর্কে জানার অধিকার দেশের মানুষের রয়েছে।
পঞ্জাবের মহাফেজখানা যে অফিসে রয়েছে লাহোরের সেই আনারকোলি টোম্বে আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। প্রদর্শনীতে জেল থেকে বাবাকে লেখা ভগৎ সিংহের চিঠি, নিজেকে ও সঙ্গীদের রাজনৈতিক বন্দি হিসেবে ঘোষণার পর 'এ ক্লাস' বন্দির মর্যাদাপ্রাপ্তি এবং লুকিয়ে থাকার সময় যে হোস্টেলে ছিলেন, তার নথিপত্র, সংবাদপত্র ও বিভিন্ন বই প্রদর্শনীতে রাখার ব্যবস্থা হয়েছে। জেলে রাজনৈতিক বন্দির সুযোগ-সুবিধা পেতে যে আবেদন করেছিলেন, তাতে ভগৎ সিংহর স্বাক্ষর রয়েছে।
১৯৩১-র ২৩ মার্চ ২৩ বছর বয়সের ভগৎ সিংহকে লাহোরে ফাঁসি দেয় তত্কালীন ব্রিটিশ সরকার।
'দুই দেশেরই নায়ক' ভগৎ সিংহ মামলার নথি প্রদর্শনী পাকিস্তান সরকারের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Mar 2018 03:02 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -