মহাকাশচারী বাছাই প্রক্রিয়া পাকিস্তান বায়ুসেনার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলেও জানিয়েছেন তিনি। তাঁকে উদ্ধৃত করে ডন নিউজ জানিয়েছে, বায়ুসেনা নির্বাচন প্রক্রিয়ার পরিচালনাকারী হবে। বিশ্বব্যাপী মহাকাশ অভিযানের জন্য পাইলট বাছাই হয়ে থাকে। ৫০ জনের তালিকা থেকে ছাঁটতে ছাঁটতে শেষ পর্যন্ত ১০ জনকে বাছাই করে ট্রেনিং দিয়ে তাঁদেরই যে কোনও একজনকে মহাকাশে পাঠানো হবে বলে জানান ফওয়াদ। গত বছর চিনা উত্ক্ষেপণ যান ব্যবহার করে পাকিস্তান দেশীয় প্রযুক্তিতে তৈরি দুটি উপগ্রহ কক্ষপথে পাঠিয়েছে। দি এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, চিনের গোবি মরুভূমিতে জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে চিনা লংমার্চ (এলএম-২সি) রকেটের মাধ্যমে উপগ্রহগুলিকে পাঠানো হয়। সেগুলির একটি ছিল রিমোট সেনসিং স্যাটেলাইট। দ্বিতীয়টি ছিল পাক-টেস-১এ। সেটি উত্ক্ষেপণ করা হয় পাকিস্তানের উপগ্রহ তৈরির ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে। ২০২২-এ প্রথম মহাকাশে লোক পাঠাবে পাকিস্তান, বাছাই করবে বায়ুসেনা, জানালেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
Web Desk, ABP Ananda | 25 Jul 2019 07:27 PM (IST)
মহাকাশচারী বাছাই প্রক্রিয়া পাকিস্তান বায়ুসেনার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলেও জানিয়েছেন তিনি। তাঁকে উদ্ধৃত করে ডন নিউজ জানিয়েছে, বায়ুসেনা নির্বাচন প্রক্রিয়ার পরিচালনাকারী হবে। বিশ্বব্যাপী মহাকাশ অভিযানের জন্য পাইলট বাছাই হয়ে থাকে।
ইসলামাবাদ: ভারত দ্বিতীয় চন্দ্রাভিযান করেছে। সোমবার সাফল্যের সঙ্গে ভারত মহাকাশে পাঠিয়েছে চন্দ্রযান ২-কে। এবার পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফওয়াদ হুসেন ট্যুইট করলেন, তাঁর দেশ ২০২২-এ মহাকাশে প্রথম নভশ্চর পাঠাবে। সেজন্য মহাকাশচারী বাছাই প্রক্রিয়া শুরু হবে ২০২০-র ফেব্রুয়ারি থেকে। তিনি লিখেছেন, গর্বের সঙ্গে জানাচ্ছি, মহাকাশে প্রথম পাকিস্তানি বাছাই শুরু হবে ২০২০-র ফেব্রুয়ারি থেকে। ৫০জনকে প্রথমে বাছা হবে। সেই তালিকা থেকে চূড়ান্ত করা হবে ২৫ জনকে। ২০২২-এ আমরা প্রথম লোক পাঠাব। আমাদের দেশের সবচেয়ে বড় মহাকাশ অভিযানের ঘটনা হবে এটা।