লন্ডন: ব্রিটিশ আদালতে জামিন না মঞ্জুর, জেলেই থাকতে হবে ঋণখেলাপে অভিযুক্ত হিরে ব্যব্সায়ী নীরব মোদিকে। বুধবার নীরবের জেল হেফাজতের মেয়াদ বাড়িয়ে ২২ অগাস্ট করে দিল ওয়েস্টমিনস্টার আদালত।
এদিন ভিডিওয়ের মাধ্যমে শুনানি করেন ওয়েস্টমিনস্টার আদালতের বিচারক। প্রসঙ্গত, গত মার্চ মাসে গ্রেফতার হওয়ার পর থেকে দক্ষিণ-পশ্চিম লন্ডনের ওয়ান্ডওয়ার্থ জেলেই রাখা হয়েছে ১৪ হাজার কোটি ঋণখেলাপে অভিযুক্ত নীরব মোদিকে। উল্লেখ্য, নীরব মোদিকে ভারতে প্রত্যার্পণের মামলা শুরু হতে পারে ২০২০ সালের মে মাসে। আজ এমনই ইঙ্গিত দিয়েছেন ওয়েস্টমিনস্টার আদালতের বিচারক।