ইসলামাবাদ: ১৪ আগস্ট স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সন্ত্রাসবাদী হামলার হুঁশিয়ারি পেয়ে ভারতের সঙ্গে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করছে পাকিস্তান। পঞ্জাব প্রদেশের সন্ত্রাস দমন বিভাগ এ ব্যাপারে সেখানকার মুখ্য সচিবকে পাঠানো মেমোয় জানিয়েছে, আফগানিস্তানে গা ঢাকা দিয়ে থাকা তালিবান প্রধান মৌলানা ফজলুল্লাহের নির্দেশে ১৩ থেকে ১৫ আগস্টের মধ্যে ওয়াগা বা গান্দা সিন্ধ বর্ডারে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ বানচাল করতে হামলা চালাতে পারে দুজন মানববোমা। তাই যে কোনও অবাঞ্ছিত ঘটনা এড়াতে চরম সাবধানতা, প্রস্তুতি, নজরদারির ব্যবস্থা করতে হবে। ঘটনাচক্রে ওয়াগা ও গান্দা সিন্ধ-দুটিই লাহোরের কাছে।
গত ২০১৪ সালে ওয়াগাতেই আত্মঘাতী বিস্ফোরণে একাধিক শিশু, নিরাপত্তাকর্মী সহ অন্তত ৫৫ জন প্রাণ হারিয়েছিল। জখম হয় প্রায় ২০০ জন।
এমনিতেই গত ৮ আগস্ট কোয়েটার হাসপাতালে মানববোমা আক্রমণে ৭৪ জনের মৃত্যু, বহু মানুষ জখম হওয়ার পর নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র দফতরের অফিসার। তিনি বলেছেন, গোয়েন্দা সংস্থাগুলির যাবতীয় সাবধানবাণী, হুঁশিয়ারি মাথায় রাখা হচ্ছে। আমরা স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তার আয়োজন করছি।
Exit Poll 2024
(Source: Poll of Polls)
১৪ আগস্ট তালিবান হামলার হুঁশিয়ারি, ওয়াগায় নিরাপত্তা বাড়াচ্ছে পাকিস্তান
Web Desk, ABP Ananda
Updated at:
10 Aug 2016 12:58 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -