লাহোর: কেন আটকে রাখা হয়েছে হাফিজ সঈদকে, 'কোনও বিচার ছাড়াই' কোন ক্ষমতাবলে তাঁকে আটকে রেখেছে, পঞ্জাব সরকারের কাছে ব্যাখ্যা চাইল লাহোর হাইকোর্ট।
সম্প্রতি সন্ত্রাস দমন আইনে গৃহবন্দি করা হয় মুম্বই সন্ত্রাসের মাথা হাফিজ সঈদ ও তাঁর সাঙ্গপাঙ্গদের। সেই পদক্ষেপ চ্যালেঞ্জ করেছেন সঈদ, প্রফেসর মালিক জফর ইকবাল, আবদুর রহমান আবিদ, কাজি কাসিফ হুসেন ও আবদুল্লা উবেইদ। তাদের পিটিশনের শুনানিতে সওয়াল করেন সঈদের আইনজীবী এ কে ডোগার। তারপরই বিচারপতি সঈদ কাজিম রাজা সামসির নেতৃত্বাধীন লাহোর হাইকোর্টের বেঞ্চ বলেন, বিনা বিচারে সঈদের মতো একজন নাগরিককে আটকে রাখার কী ক্ষমতা তাদের আছে, তা ব্যাখ্যা করে বলতে হবে সরকারকে।
ডোগারের দাবি, সরকার কোনও কারণ ছাড়াই সঈদ সহ জামাত উদ দাওয়া নেতাদের আটকে রেখেছে। তিনি এও প্রশ্ন তোলেন, কোনও নাগরিককে সন্ত্রাস দমন আইনের চতুর্থ শিডিউলের আওতায় অন্তর্ভুক্ত করার কী ক্ষমতা, এক্তিয়ার প্রাদেশিক সরকারের আছে। তাঁর দাবি, এই ক্ষমতা দেওয়া হয়েছে কেবলমাত্র ফেডেরাল সরকারকেই। ভারত, আমেরিকার চাপেই পঞ্জাব সরকার সঈদকে আটকে রেখেছে বলে অভিযোগ করেন ডোগার।
বিচারপতি সামসি একটি ভারতীয় ছবির উল্লেখ করেন যাতে সঈদকে ভিলেন হিসাবে তুলে ধরা হয়েছে। তাঁর বক্তব্য, পাকিস্তানি নাগরিকদের হেয় প্রতিপন্ন করার কোনও 'আন্তর্জাতিক চক্রান্ত' রয়েছে কিনা, সরকার খতিয়ে দেখুক।
ডোগারের আরও সওয়াল, সরকার রাষ্ট্রপুঞ্জের যে প্রস্তাব অনুসরণ করে পদক্ষেপ করছে, তাতে কোনও নাগরিককে আটকে রাখার কথা নেই। তাছা়ড়া, সঈদরা পাকিস্তানের নিরাপত্তার সামনে বিপদ, এমন কোনও প্রমাণ সরকারের কাছে নেই। স্রেফ রাষ্ট্রপুঞ্জের প্রস্তাবের জোরে ওঁদের স্বাধীনতা খর্ব করা যাবে না।
সঈদকে কোন অধিকারে আটকে রেখেছে, পঞ্জাব সরকারের ব্যাখ্যা চাইল লাহোর হাইকোর্ট
Web Desk, ABP Ananda
Updated at:
28 Mar 2017 09:50 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -