করাচি: স্ত্রীর পরিবারের অনুমতি না নিয়ে বিয়ে করায় উপজাতি আদালতের রোষে পড়লেন পাকিস্তানের এক ব্যক্তি। শ্বশুরবাড়ির লোকেদের সম্মাহানির জন্য ক্ষতিপূরণ হিসেবে ১৭ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, ওই দম্পতিকে তিন মাসের জন্য গ্রাম থেকে বার করে দেওয়াও হয়েছে।
আট মাস আগে এই দম্পতির বিয়ে হয়। পরিবারের অমত থাকায় বাড়ি থেকে বেরিয়ে গিয়ে স্বেচ্ছায় নিজের পছন্দের পুরুষকে বিয়ে করেন এই যুবতী। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে উপজাতি আদালত বা ‘জিরগা’-য় নালিশ করে এই যুবতীর পরিবার। দক্ষিণ সিন্ধ প্রদেশের কান্ধকোট-কাশমোড় জেলার বাজার আবাদ গ্রামে জিগরা রায় দেয়, এই যুবক ব্যভিচারী। সেই কারণে তাঁকে শাস্তি পেতে হবে।
গত মাসেই পাকিস্তানের জাতীয় সংসদে জিরগাকে আইনি বৈধতা দেওয়া সংক্রান্ত বিল পাশ হয়েছে। জিরগার বিরুদ্ধে অতীতে বহুবার মহিলাদের বিরুদ্ধে রায় দেওয়ার অভিযোগ উঠেছে। ফলে অনেকেই জিরগাকে আইনি স্বীকৃতি দেওয়ার সমালোচনা করছেন।
পরিবারের অসম্মতিতে বিয়ে, জরিমানা, দম্পতিকে গ্রামছাড়া করার নির্দেশ পাক উপজাতি আদালতের
Web Desk, ABP Ananda
Updated at:
09 Mar 2017 06:02 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -