বার্লিন:  বেঁটে, ফর্সা মানুষদের চুল তাড়াতাড়ি পড়ে যায়, দাবি একদল গবেষকের। সম্প্রতি জার্মানির বন বিশ্ববিদ্যালয়ে ৬৩ ধরনের জিন সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছিল। সেই পরীক্ষাতেই দেখা গিয়েছে, বেঁটে এবং সাদা চামড়ার মানুষদের মধ্যে টাক পড়ে যাওয়ার প্রবণতা বেশি।

তবে প্রস্টেট ক্যান্সার বা অন্যধরনের কোনও রোগ, যার কারণে শরীরের মাপ ছোট হয়, সেখানেও দ্রুত চুল পড়ার লক্ষণ দেখা গিয়েছে।

বন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা কুড়ি হাজার পুরুষের জিনের ওপর পরীক্ষা চালিয়েছিলেন। তারমধ্যে দেখা গিয়েছে সাতটি বিভিন্ন দেশের এগারো হাজার পুরুষেরই দ্রুত টাক পড়ে গেছে। সেই এগারো হাজার পুরুষের ওপর করা পরীক্ষা থেকে মেলা তথ্যের ভিত্তিতে গবেষকদের দাবি, যাঁদের আগে বয়ঃসন্ধি হয়েছে, অসুখের কারণে শরীরের বিভিন্ন অঙ্গের মাপ ছোট  এবং বিভিন্ন ধরনের ক্যান্সারে আক্রান্ত, তাঁদেরই চুল পড়ার প্রবণতা বেশি।

এগুলো ছাড়াও যাঁদের হৃদযন্ত্রের সমস্যা রয়েছে, তাঁরাও টাকজনিত সমস্যায় আক্রান্ত। তবে ফর্সা লোকেদের টাক পড়ার সমস্যা এড়াতে গবেষকরা সূর্য রশ্মি নেওয়ার পরামর্শ দিয়েছে। এরফলে শরীরে ভিটামিন ডি তৈরি হবে। গবেষকদের দাবি, এরফলে দ্রুত চুল পড়ার সমস্যা কিছুটা হলেও কমবে।