এর আগে গত বছরের জুনেও অন্য একটি টিভি চ্যানেলের উপস্থাপক সামি ইব্রাহিমকে চড় মারেন ফাওয়াদ। ফের একই কাণ্ড ঘটালেন তিনি। টিকটক তারকা হারিম শাহের সঙ্গে তুলনা, টিভি চ্যানেলের উপস্থাপককে চড় পাক মন্ত্রী ফাওয়াদ চৌধুরীর
Web Desk, ABP Ananda | 07 Jan 2020 12:45 PM (IST)
এর আগে গত বছরের জুনেও অন্য একটি টিভি চ্যানেলের উপস্থাপক সামি ইব্রাহিমকে চড় মারেন ফাওয়াদ।
ইসলামাবাদ: টিকটক তারকা হারিম শাহের সঙ্গে তাঁর তুলনা করায় একটি টিভি চ্যানেলের উপস্থাপক মুবাশির লুকম্যানকে চড় মারলেন পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ চৌধুরী। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল। এরপর আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে মন্ত্রী দাবি করেছেন, ‘মন্ত্রিত্ব আসে-যায়, কিন্তু আমি ব্যক্তিগত আক্রমণ সহ্য করব না। আমরা সবাই মানুষ। কেউ মিথ্যা অভিযোগ আনলে আমরা সবাই প্রতিক্রিয়া দেখাই। মুবাশির লুকম্যানের মতো লোকজনের সঙ্গে সাংবাদিকতার কোনও সম্পর্ক নেই। তাঁর মুখোশ খুলে দেওয়া সবার কর্তব্য।’