পেশোয়ার: খাইবার পাখতুনওয়া প্রদেশের মুখ্যমন্ত্রীর সংখ্যালঘু বিষয় সংক্রান্ত বিশেষ উপদেষ্টা, ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ দলের নেতা সর্দার সূরন সিংহকে গুলিতে খুন করেছে তারাই, দাবি করল পাকিস্তান তালিবান।

 

গতকাল খাইবার পাখতুনওয়ার বুনেরের পীর বাবা এলাকায় অন্যদিনের মতোই হাঁটাহাঁটি সেরে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন এই নামজাদা শিখ রাজনৈতিক নেতা। নিজের বাড়ির অদূরেই মোটর সাইকেল আরোহী বন্দুকধারীদের গুলিতে লুটিয়ে পড়েন তিনি।

 

এক বিবৃতিতে তেহরিক-ই-তালিবান বলেছে, তাদের স্পেশাল টাস্ক ফোর্সের শার্প শ্যুটাররা সর্দার সূরণ সিংহকে টার্গেট করায় সফল হয়েছে। সেইসঙ্গে তাদের হুঁশিয়ারি, তাদের লক্ষ্যের সামনে বাধা হয়ে ওঠা লোকজনকে টার্গেট করা অব্যাহত রাখবে মুজাহিদরা। দেশে ইসলামের শাসন কায়েম হওয়া পর্যন্ত এ ধরনের কার্যকলাপ চলবে।

 

এদিকে বুনেরেই শেষকৃত্য সম্পন্ন হয়েছে নিহত শিখ নেতার। ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ সহ বিভিন্ন দলের নেতা, কর্মীরা শেষকৃত্যে যোগ দেন। খাইবার পাখতুনওয়া প্রদেশে সরকার চালাচ্ছে ইমরানের দল। ট্যুইট করে ইমরান বলেছেন, এটা আমাদের সবার ক্ষতি। শোকাহত এই হত্যায়।