লাহোর: পানামা পেপার্স কেলেঙ্কারিতে প্রধানমন্ত্রী পদ থেকে বরখাস্ত নওয়াজ শরিফকে আরও বিপাকে ফেলে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অচল করে দিল পাকিস্তানের দুর্নীতি দমন সংস্থা। গত ২৮ জুলাই পাক সু্প্রিম কোর্ট নওয়াজ অসততার দায়ে প্রধানমন্ত্রী পদে বহাল থাকার যোগ্য নন বলে জানিয়ে দেয়, তাঁর ও তাঁর ছেলেমেয়েদের বিরুদ্ধে দুর্নীতি মামলা দায়ের করারও নির্দেশ দেয়। ইস্তফা দিতে হয় তাঁকে। এদিন নওয়াজ ও দুর্নীতি, অবৈধ আর্থিক লেনদেন মামলায় জড়িয়ে পড়া তাঁর পরিবারের সদস্যদের সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে।

ইসলামাবাদের অ্যাকাউন্টেবিলিটি কোর্ট, যেখানে নওয়াজের পরিবারের দুর্নীতি মামলার শুনানি চলছে, আজ নওয়াজ, তাঁর মেয়ে মরিয়ম, মেয়ে জামাই ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) সফদরকে ২৬ সেপ্টেম্বরকে হাজিরার নির্দেশও দিয়েছে।

এদিন ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) লাহোরের উপকন্ঠে রাইবিন্দে নওয়াজের বাসভবনের বাইরে সমন ও সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশের কাগজ সেঁটে দিয়েছে। শরিফ অবশ্য ক্যান্সারে আক্রান্ত লন্ডনে চিকিত্সাধীন স্ত্রী কুলসুমের কাছে রয়েছেন। ছেলেমেয়েরাও সেখানে।

পাকিস্তানি মিডিয়ায় জোর জল্পনা চলছে যে, দুর্নীতি মামলার সামনে দাঁড়াতে পাকিস্তানে নাও ফিরতে পারে নওয়াজ পরিবার। যদিও শাসক দল পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)-এর দাবি, স্ত্রী একটু সুস্থ হলেই দেশে ফিরবেন নওয়াজ।

এনএবি-র এক কর্তা বলেন, স্টেট ব্যাঙ্ক অব পাকিস্তান ও বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছে, নওয়াজ ও তাঁর ছেলেমেয়েরা, জামাই যেহেতু দুর্নীতি মামলায় অভিযুক্ত, তাই তাঁদের যাবতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দেওয়া হোক। এনএবি ইতিমধ্যেই ঘোষিত আয়ের উত্সের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি করায় পাকিস্তানের অর্থমন্ত্রী ইশাক দারের সম্পত্তিও বাজেয়াপ্ত করেছে এনএবি। বর্তমানে লন্ডনে থাকা দারের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে।