সিডনি: দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে সাত দিনেই জীবনের আয়ু শেষ হয়ে যায় ছোট্ট এডিসনের। কিন্তু ছেলের সঙ্গে কাটানো সেই অল্প সময়কেই লেন্সবন্দি করে রাখলেন শোকবিহ্বল বাবা-মা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ার সৌজন্যে এখন ভাইরাল হয়ে গেছে। আবেগঘন সেই ভিডিও দেখে চোখের জল আটকানো খুবই কঠিন।

চলতি বছর জানুয়ারিতেই বিয়ে হয়েছিল ন্যান্সি এবং চার্লি ম্যাকলিনের। তখনই ঠিক ছিল আগামী সাত সপ্তাহের মধ্যেই মা হবেন ন্যান্সি। কিন্তু জন্মের পর দেখা যায় ছোট্ট এডিসন দুরারোগ্য মেটাবোলিক ডিসঅর্ডারে আক্রান্ত। এর ফলে শিশুর শরীর কোনও খাবার নিতে পারছিল না। জন্মের পরই চিকিত্সকেরা শিশুর শরীরের পরিস্থিতির কথা জানিয়ে জবাব দিয়ে দেন।

এরপরই এডিসনের বাবা-মা সিদ্ধান্ত নেন, দুঃখের সঙ্গে নয়, ছেলেকে শেষবিদায় জানাবেন তাঁর স্বল্পদিন বেঁচে থাকার বিভিন্ন মুহূর্তকে স্মরণীয় করে রেখে। তাই তাঁদের বিয়ের ছবি তুলেছিলেন যিনি সেই জেমস ডে-কে এই ডাকেন ছেলের শেষমুহূর্তগুলি ফ্রেমবন্দি করে রাখার জন্যে।

ন্যান্সি এবং চার্লি জানিয়েছেন, এডিসন এই সাতদিনে শুধু জেনেছে ভালবাসা কি। আর তাঁদের শিখিয়েছেন, নিজের ভালবাসার মানুষের সঙ্গে যতটা সময় বেশি পারুন কাটান। এরচেয়ে দামি আর কিছু হয় না।

শিশুর ছবিগুলো তুলেছেন ফোটগ্রাফার জেমস ডে

 

ভিডিওতে দেখুন হৃদয়বিদারক সেইমুহূর্তগুলো



ভিডিও সৌজন্যে ইউটিউব