ইসলামাবাদ: ভারতের পঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গি হামলার ঘটনায় এবার ঘরের মধ্যেই তোপের মুখে পড়ল পাকিস্তানের নওয়াজ শরিফ সরকার। পঠানকোট হামলায় পাক-যোগ নিয়ে গুরুতর প্রশ্ন তুললেন পাকিস্তানেরই এক সেনেটর। বিরোধী দল পিপিপি-র ওই সেনেটর শরিফ সরকারের বিরুদ্ধে জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগও এনেছেন।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে পঠানকোটে হামলার পরই ভারত এই ঘটনায় পাক যোগের বিষয়টি জানায়। এ ব্যাপারে পাকিস্তান সরকারকেও বিস্তারিত তথ্য-প্রমাণ দেওয়া হয়। পিপিপি-র প্রবীণ সেনেটর ফারাতুল্লাহ বাবরের বক্তব্যে ভারতের অবস্থানই আরও জোরাল হল বলে মনে করা হচ্ছে। গত শুক্রবার তিনি এই হামলার ঘটনায় কাঠগড়ায় তুললেন পাক সরকারকে। পাক পার্লামেন্টের উচ্চকক্ষ সেনেটে বক্তব্য রাখতে গিয়ে বাবর অভিযোগ করেছেন যে, পঠানকোটে জঙ্গি হামলার ঘটনা সংক্রান্ত তথ্য লুকিয়ে সভাকে বিভ্রান্ত করছে শরিফ সরকার। তাঁর প্রশ্ন, পঠানকোট হামলায় পাক নাগরিকদের জড়িত থাকার অভিযোগ সম্পর্কে তদন্তের বিস্তারিত তথ্য কেন সরকার সভাকে জানাচ্ছে না? তাঁর আরও প্রশ্ন, ভারত সরকার কি পাকিস্তানকে এ ব্যাপারে কোনও তথ্যপ্রমাণ দিয়েছে? এবং এরপর এ বিষয়ে কী ব্যবস্থা গ্রহণ করেছে পাক সরকার?
উল্লেখ্য, চার মাস আগেও একই প্রশ্ন উত্থাপন করেছিলেন বাবর। যদিও তাঁর প্রশ্নের যথাযথ উত্তর শরিফ সরকার দেয়নি। প্রতিবারই তাঁর প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়ায় জন্য পিপিপি সেনেটর শরিফ সরকারকে তুলোধুনো করেছেন।
বিরোধীদের চাপ এবং ভারতের কাছে কোণঠাসা হয়ে পাক প্রধানমন্ত্রী পরে বলেছেন যে, পঠানকোটের তদন্ত রিপোর্ট প্রকাশ করা হবে। সেনেটে অভ্যন্তরীণ দফতরের প্রতিমন্ত্রী বালিঘুর রহমান সভার কাছে তথ্য লুকোনোর অভিযোগ খারিজ করেছেন।
পঠানকোট হামলা: জঙ্গিদের মদত দিচ্ছে শরিফ সরকার, অভিযোগ পাক সেনেটরের
ABP Ananda, web desk
Updated at:
11 Sep 2016 03:59 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -