লাহোর: কুলভূষণ যাদবকে ক্ষমা করে দিয়ে মৃত্যুদণ্ড বাতিল করা বা সাজার মাত্রা কমানো থেকে পাকিস্তান সরকারকে বিরত থাকতে নির্দেশ দিক আদালত। লাহোর হাইকোর্টে এই মর্মে পেশ হওয়া পিটিশনের শুনানি হল সোমবার।

মেহমুদ আব্বাস নকভি নামে আবেদনকারী বলেন, কুলভূষণ যাদব র-এর এজেন্ট। পাকিস্তানে সন্ত্রাস, নাশকতায় যুক্ত থাকার কথা কবুল করার পর তার প্রতি নরম হওয়ার কোনও অবকাশই নেই। তাকে যেন করুণা করা বা শাস্তির পরিমাণ কমানো না হয়। আর দেরি না করে এখনই তাকে ফাঁসিতে ঝোলানো হোক।

ছুটিতে যাচ্ছেন, তাই লাহোর হাইকোর্টের বিচারপতি শাহিদ করিম পিটিশনটি অন্য কোনও বেঞ্চ গড়ে শুনানির জন্য প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন।
পাকিস্তানে চরবৃত্তি, নাশকতা, অন্তর্ঘাতের দায়ে দোষী সাব্যস্ত কুলভূষণ প্রাণদণ্ডের বিরুদ্ধে গত ২২ জুন পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে ক্ষমাভিক্ষা চেয়ে পিটিশন দিয়েছেন।

প্রসঙ্গত, সামরিক অ্যাপেলেট কোর্টে কুলভূষণের আর্জি খারিজ হয়ে গিয়েছে। ক্ষমাভিক্ষার আবেদনও নাকচ করেছে সেই কোর্ট।

পাক সামরিক শাখার মিডিয়া বিভাগ ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস-এর দাবি, কুলভূষণ পাকিস্তানে চরবৃত্তি, সন্ত্রাসবাদী কাজকর্মে জড়িত ছিল বলে স্বীকার করেছে, এমনকী সেজন্য বহু নিরপরাধ মানুষের প্রাণহানি, সম্পত্তির ক্ষয়ক্ষতিতে দুঃখ প্রকাশও করেছে। কৃতকর্মের জন্য সেনাপ্রধান যাতে মানবিকতার খাতিরে তাঁকে ক্ষমা করে তাঁর জীবন রক্ষা করেন, সেই আবেদন করেছে সে।

গত ১৮ মে ১০ সদস্যের আন্তর্জাতিক ন্যয় আদালত কুলভূষণের ফাঁসি কার্যকর করা থেকে বিরত রাখে পাকিস্তানকে।