সিঙ্গাপুর: সিঙ্গাপুরের প্রাক্তন কূটনীতিক টমি কোহ-কে পদ্মশ্রী সম্মানে ভূষিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুরস্কার পেয়ে তিনি গর্বিত ও সম্মানিত বলে জানিয়েছেন কোহ।


চলতি বছর আসিয়ান দেশভুক্ত রাষ্ট্রগুলির মধ্যে থেকে ১০ জনকে পদ্মশ্রী সম্মান দেওয়া হয়। সেই তালিকায় অন্যতম কোহ। এদিন বিদেশমন্ত্রকের মুখপাত্র রবনীশ কুমার জানান, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের উপস্থিতিতে কোহর হাতে এই সম্মান তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত জানুয়ারি মাসে আসিয়ানের সঙ্গে ভারতের সম্পর্কের রজত জয়ন্তী বর্ষ এবং প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে এই সম্মান ঘোষণা করা হয়।


৮০ বছরের কোহ দীর্ঘদিন মার্কিন যুক্তরাষ্ট্র ও সংযুক্ত রাষ্ট্রপুঞ্জে সিঙ্গাপুরের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। এর পাশাপাশি, ১৯৮১ ও ১৯৮২ সালে তৃতীয় ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দ্য ল অফ সি (আনক্লস)-র সভাপতিত্বও করেন তিনি। বর্তমানে সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর ইন্টারন্যাশনাল ল বিভাগের বোর্ড অফ গভর্নর্সের চেয়ারম্যান পদে রয়েছেন কোহ।


https://twitter.com/MEAIndia/status/1002454153216442368

মার্কিন-সিঙ্গাপুর মুক্ত বাণিজ্য চুক্তির প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছিলেন কোহ। আন্তর্জাতিক ন্যায় আদালতে কোহ-র নেতৃত্বাধীন টিম পেড্রা ব্রাঙ্কা-র ওপর সিঙ্গাপুরের দাবিকে সফলভাবে পেশ করেছিলেন। এছাড়া, এশিয়ার তিন শক্তিশালী রাষ্ট্র—চিন, জাপান ও ভারতের সঙ্গে সিঙ্গাপুরের আধা-সরকারি আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কোহ।


কূটনীতির পাশাপাশি কলা, পরিবেশ ও নাগরিক সমাজ ক্ষেত্রেও কোহ-র অবাধ বিচরণ। নাগরিকদের সামিল করার ইস্যু নিয়েও হামেশাই জোরালো সওয়াল করেন কোহ। পদ্মশ্রী পুরস্কার পেয়ে তিনি সম্মানিত ও গর্বিত বলে জানিয়েছেন কোহ।