তিনি আরও বলেন, কাশ্মীরের মানুষের কোনও ভয় নেই, গত সাতটি দশক ধরে তাঁদের ওপর এমন অবস্থা চাপিয়ে দেওয়া হয়েছে যাতে তাঁদের ভয় কেটে গিয়েছে।
পাশাপাশি কাশ্মীর ইস্যু উপেক্ষা করার অভিযোগ তুলে আন্তর্জাতিক মিডিয়ারও সমালোচনা করেন ইমরান। বলেন, আন্তর্জাতিক মিডিয়া হংকঙের প্রতিবাদ-বিক্ষোভকে ঢালাও প্রচার করছে, কিন্তু কাশ্মীর ইস্যুর দিকে ফিরেও তাকাচ্ছে না।
ইসলামাবাদের প্রাণকেন্দ্র ডি-চকে আয়োজিত ‘মানব শৃঙ্খল’-এ সামিল হন বহু পাকিস্তানি।
আলাদা ট্যুইট করেও ইমরান জানান, কী করে আন্তর্জাতিক মিডিয়া লাগাতার হংকঙের বিক্ষোভকে হেডলাইনের মর্যাদা দিয়ে প্রচার করলেও কাশ্মীর ইস্যুকে তুচ্ছ মনে করছে, সেটা ভেবে তিনি ‘বিস্মিত’। কাশ্মীরে ‘মানবাধিকারের সঙ্কট’ চলছে বলে দাবি তাঁর।
গত ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল ও গোটা রাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চলে দুটুকরো করার সিদ্ধান্তে ভারত, পাকিস্তান সম্পর্ক তিক্ত হয়ে উঠেছে। পাকিস্তান এর তীব্র বিরোধিতা করে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করে, ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে বহিষ্কার করে।