ওয়াশিংটন: পৃথিবীর মতো বসবাসের সম্ভাবনাপূর্ণ গ্রহের সন্ধান পাওয়া গেল আমাদের সৌরজগতের পড়শি সৌরমণ্ডলে। জ্যোতির্বিজ্ঞানীরা এমনই দাবি করেছেন। তাঁরা বলেছেন, আমাদের সৌরমণ্ডলের নিকটতম একটি নক্ষত্রর কক্ষপথে ঘুরছে ওই গ্রহটি। নতুন ওই গ্রহের নাম দেওয়া হয়েছে প্রক্সিমা বি, আর যার কক্ষপথে সে ঘুরছে সেই লাল নক্ষত্রটির নাম দেওয়া হয়েছে প্রক্সিমা সেন্টাউরি। প্রতি ১১ দিনে সূর্যকে প্রদক্ষিণ করে গ্রহটি। গ্রহটির যে তাপমাত্রা তার ফলে সেখানে তরল জল থাকার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
পাথুরে ওই গ্রহটি পৃথিবীর থেকে সামান্য বড়। প্রক্সিমা বি বহিঃসৌরজগতে সবচেয়ে নিকটবর্তী গ্রহ বলে মনে করা হচ্ছে। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, জীবনের সম্ভাবনা রয়েছে এমন গ্রহ হিসেবেও সেটি সৌরমণ্ডলের সবচেয়ে নিকটতম।
ওয়াশিংটনের  কার্নেজি ইন্সস্টিটিউশন ফর সায়েন্স-এর এক গবেষক পল বাটলার ৩০ বছরের চেষ্টায় প্রক্সিমা সেন্টাউরির কক্ষপথে প্রদক্ষিণকারী ওই বসবাসযোগ্যতার দিক থেকে সম্ভাবনাপূর্ণ গ্রহটির হদিশ মিলেছে।
আমাদের সৌরমণ্ডল থেকে মাত্র চার আলোকবর্ষ দূরে রয়েছে লাল প্রক্সিমা সেন্টাউরি নামে লাল বামন নক্ষত্রটি। সেন্টাউরাস নক্ষত্রমণ্ডলের ওই নক্ষত্রটি খুবই ক্ষীণ।  চলতি বছরের প্রথমার্ধে ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরি থেকে প্রক্সিমা সেন্টাউরিকে প্রথম লক্ষ্য করা হয়। এ ব্যাপারে জার্নাল নেচারে একটি নিবন্ধ প্রকাশিত হয়। তাতে বলা হয়, এমন একটি গ্রহের সন্ধান পাওয়া গিয়েছে, যার ভর পৃথিবীর তুলনায় ১.৩ গুণ বেশি। প্রক্সিমা সেন্টাউরির ৭০ লক্ষ কিলোমিটার দূরে গ্রহটি প্রদক্ষিণ করছে। পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্বের মাত্র পাঁচ শতাংশ।