ইয়াঙ্গন: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মধ্য মায়ানমার। যার রেশ ছড়িয়ে পড়ল ভারতে।


মার্কিন ভূতত্ববিদেরা জানিয়েছেন, বুধবার বিকেল ৪টে নাগাদ তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে মধ্য মায়ানমার। কম্পনের কেন্দ্রস্থল ছিল প্রাচীন শহর বলে পরিচিত বাগানের ৩০ কিলোমিটার দক্ষিণে ইরাবতী নদীতীরে অবস্থিত চক শহরে। বিশেষজ্ঞদের মতে, ৬.৮ তীব্রতার এদিনের কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৮৪ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের ফলে শুধু মায়ানমার নয়, কেঁপে ওঠে ভারত, বাংলাদেশ, তাইল্যান্ডও। সংবাদসংস্থা সূত্রে খবর, তাই রাজধানী ব্যাংককে বহু বহুতল কার্যত দোল খায়। কম্পন অনুভূত হয় মায়ানমার সীমান্ত লাগোয়া দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে।

টেলিভিশন ফুটেজে ধরা পড়েছে, আতঙ্কে বের হতে গিয়ে হুড়োহুড়িতে বাংলাদেশের রাজধানী ঢাকা শহর লাগোয়া সবরে অন্তত ২০ জন আহত হয়েছেন।

ভূমিকম্পে মায়ানমারে এখনও কোনও ক্ষয়ক্ষতির খবর না মিললেও দেশের বহু জায়াগায় প্যাগোডা রয়েছে। সেগুলির কোনও ক্ষতি হয়েছে কি না তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত, কম্পনস্থল বাগান হওয়াতেই আশঙ্কায় প্রত্নতত্ববিদেরা। কারণ, এই শহরে প্রচুর ঐতিহাসিক নিদর্শন রয়েছে। পাশাপাশি, রয়েছে আড়াই হাজারের বেশি প্যাগোডা।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, খবর এসেছে বাগান শহরে বহু প্যাগোডার ক্ষতি হয়েছে। তবে, কোনও জনমানসের হতাহতের খবর পাননি তিনি বলে জানিয়েছেন।

এদিকে, সালায় শহরে একটি প্যাগোডা ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। মার্কিন ভূতত্ববিদেরা আগেই মায়ানমার অঞ্চলকে উচ্চভূকম্পপ্রবণ অঞ্চল বলে অভিহিত করেছেন।