টানা আটঘন্টা ঝগড়া, অজ্ঞান হয়ে রাস্তায় লুটিয়ে পড়লেন দুই মহিলা
ABP Ananda, web desk | 24 Aug 2016 09:00 AM (IST)
নয়াদিল্লি: ঝগড়া তো কত রকমেরই হয়। কোমর বেঁধে ঝগড়া করে ক্লান্ত হয়ে ক্ষান্তি দেওয়ার ঘটনা তো আকছারই ঘটে। কিন্তু চিনে যা ঘটল, তা জানলে চোখ কপালে উঠবে। মনে হবে, এমনও হয়! দুই মধ্য বয়সী মহিলার মধ্যে এমন ঝগড়া হল যে তাঁরা দুজনেই শেষমেশ অজ্ঞান হয়ে পড়লেন। চিনের আংকাং শহরে এই তাজ্জব ঘটনা ঘটেছে। দুপুর ২ টো নাগাদ ধারের টাকা শোধ নিয়ে তর্কাতর্কি শুরু হয়। প্রথমটায় তাঁরা একটা সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছিলেন। কিন্তু শেষপর্যন্ত তা সম্ভব হয়নি। কথাকাটাকাটি শেষপর্যন্ত গড়ায় ঝগড়ায়। একে গরম, তার ওপর অবিরাম ঝগড়া। জল-খাবারও মুখে ছোঁয়াননি তাঁরা। একটানা ঝগড়া করে দুজনেই গলদঘর্ম হয়ে পড়লেন। মুখ শুকিয়ে যাচ্ছে, কথা জড়িয়ে যাচ্ছে। তাতেও কোনও হুঁশ নেই। নিরন্তর ঝগড়া চলতেই থাকে। শেষে দুজনেই অজ্ঞান হয়ে রাস্তায় লুটিয়ে পড়েলেন। ততক্ষণে তাঁদের মুখে গ্যাঁজলা উঠছে। পথচারীরা অ্যাম্বুলেন্স ডেকে দুই মহিলাকে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন।