ঢাকা: বাংলাদেশে ফের খুন সংখ্যালঘু। ভোরবেলা পুজো করতে যাওয়ার পথে ৭০ বছরের এক পুরোহিতকে গলা কেটে খুন করল জঙ্গিরা। ঝিনাইদহ জেলার নলডাঙা গ্রামের বাসিন্দা ওই পুরোহিতের নাম আনন্দগোপাল গঙ্গোপাধ্যায়। সোমবার ভোরে কাছাকাছি একটি বাড়িতে পুজো করতে বার হন তিনি। পরে ধানক্ষেত থেকে তাঁর প্রায় গলাকাটা দেহ দেখতে পায় কৃষকরা। কোনও গোষ্ঠী এখনও দায়স্বীকার না করলেও খুনের ধরন দেখে পুলিশ নিশ্চিত, মুসলিম জঙ্গিরাই এই কাজ ঘটিয়েছে।
এই নিয়ে গত ১০ সপ্তাহে অন্তত ১০জনকে এমন নৃশংসভাবে খুন করল জঙ্গিরা। গত বছর থেকেই ব্লগার, সাহিত্যিক ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর কট্টরপন্থীদের হামলা বেড়েছে। বাদ যাননি এলজিবিটি পত্রিকার সম্পাদকও। বৌদ্ধ সন্ন্যাসী হত্যার পর রবিবার এক খ্রীষ্ট ধর্মাবলম্বীকে জঙ্গিরা খুন করে। মৃতের তালিকায় যুক্ত হল এই বৃদ্ধ পুরোহিতের নামও।
বাংলাদেশে এবার বলি বৃদ্ধ পুরোহিত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Jun 2016 07:00 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -