বার্লিন:  চারদেশীয় আন্তর্জাতিক সফরে জার্মানি গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজধানী বার্লিনে আচমকা আজ সকালে মোদীর সঙ্গে দেখা হয়ে যায় বলিউড তারকা প্রিয়ঙ্কা চোপড়ার। মোদীর সঙ্গে সাক্ষাতের মুহূর্তের দুটি ছবিও নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন প্রিয়ঙ্কা।





 



কর্মসূত্রে এইমুহূর্তে প্রিয়ঙ্কাও বার্লিনে রয়েছেন। আর এই সময়ই বিদেশ সফরের জন্যে সেখানে উপস্থিত মোদীও। তাই আজ সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন পিগি চপস এবং নিজের ব্যস্ত শিডিউল থেকে তাঁর সঙ্গে দেখা করার সময় বের করার জন্যে মোদীকে ধন্যবাদও জানিয়েছেন অভিনেত্রী।

তবে আজকের সাক্ষাতে দুজনের মধ্যে কী প্রসঙ্গে কথা হয়েছে সে নিয়ে কোনও তরফেই কেউ মুখ খোলেননি। শুধুমাত্র প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে ঘণ্টা তিনেক ধরে চলেছে সেই বৈঠক। মূলত স্মার্ট সিটি, পরিচ্ছন্ন ও স্বচ্ছ শক্তি এবং দক্ষতার মান্নোয়ন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে আজকের সাক্ষাতে। জানা গিয়েছে এইমুহূর্তে ভারতের অর্থনৈতিক ক্ষেত্রে যে সংস্কার হয়েছে তার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন প্রিয়ঙ্কা।

দিন কয়েক আগেই মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে প্রিয়ঙ্কা অভিনীত ছবি ‘বেওয়াচ’। যদিও সেখানে এই ছবি মারাত্মক ভাবে সমালোচিত হয়েছে। তবে আগামী ২ জুন ভারতে মুক্তি পাচ্ছে এই ছবি। আপাতত এখানে দর্শকরা সেই ছবি দেখার অপেক্ষায়।