জোরাল ভূমিকম্প পাকিস্তান, আফগানিস্তানে, কাঁপল উত্তর ভারতও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Apr 2016 10:57 AM (IST)
নয়াদিল্লি ও ইসলামাবাদ: ফের ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি সহ উত্তর ভারতের একাধিক রাজ্য। আজ বিকেল চারটে নাগাদ হিমাচলপ্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং শ্রীনগরে কম্পন অনুভূত হয়। পাকিস্তান এবং আফগানিস্তানেও জোরাল কম্পন অনুভূত হয়েছে। পাকিস্তানে একজনের মারা যাওয়ার খবর মিলেছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৮। কম্পনের উৎসস্থল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির প্রধান জে এল গৌতম জানিয়েছেন, ভূকম্পনের উৎসস্থল ছিল পাক-সীমান্ত ঘেঁষা চিত্রাল অঞ্চলের কাছে আফগানিস্তানের আশকাশম প্রদেশে ভূপৃষ্ঠ থেকে ১৯০ কিলোমিটার গভীরে। এরপর গুজরাতেও ফের একটি স্বল্পমাত্রার ভূমিকম্প হয়। ৩.৪ তীব্রতার ওই কম্পনের এপিসেন্টার ছিল নান্দভি শহর। যার জেরে সুরাট ও তাপি জেলা কেঁপে ওঠে। তবে, ভারতে কোনও বড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি। কম্পনের সময় নিজের দফতরে ছিলেন দিল্লির মন্ত্রী মণীশ সিসোদিয়া। তিনি টুইট করে কম্পন অনুভূত হওয়ার খবর জানান। ভূমিকম্পের পরই দিল্লি মেট্রো কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়। এদিকে, ভূমিকম্পে ভারতে কোনও হতাহতের খবর না এলেও, পাকিস্তানে একজনের মারা যাওয়ার খবর এসেছে। জানা গিয়েছে, সেখানে কম্পন ১০-১৫ সেকেন্ড ধরে চলে। পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া, পঞ্জাব, গিলগিট-বালোচিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরেও কম্পন ভালমতো অনুভূত হয়। পাক প্রশাসন সূত্রে খবর, খাইবার-পাখতুনখোয়া প্রদেশের বুনের অঞ্চলে একজনের মৃত্যু হয়েছে।