‘সব গুরুত্বপূর্ণ ইস্যু’তে কথা বলতে চায় পাকিস্তান, জয়শঙ্করকে চিঠি কুরেশির
Web Desk, ABP Ananda | 07 Jun 2019 05:38 PM (IST)
পুলওয়ামায় জঈশ-ই-মহম্মদ হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু, পাল্টা পাকিস্তানের বালাকোটে জঈশের প্রশিক্ষণ ঘাঁটিতে ভারতীয় বায়ুসেনার সামরিক অভিযান ঘিরে দুই প্রতিবেশী দেশ সংঘাতের রাস্তায় চলে এসেছিল।
ইসলামাবাদ: ভারতের সঙ্গে ‘যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে’ আলোচনা চেয়ে চিঠি পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির। ভারতের নবনিযু্ক্ত বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি লিখেছেন তিনি। নতুন দায়িত্ব পাওয়ায় তাঁকে শুভেচ্ছা, অভিনন্দন জানানোর পাশাপাশি পাক বিদেশমন্ত্রী লিখেছেন, ইসলামাবাদ সব গুরুত্বপূর্ণ ইস্যুতে নয়াদিল্লির সঙ্গে কথা বলতে চায় এবং এই অঞ্চলে শান্তি স্থাপনের প্রয়াসে দায়বদ্ধতায় অটলও রয়েছে। কূটনৈতিক সূত্র উদ্ধৃত করে এ কথা বলেছে পাকিস্তানের ‘ডন’ সংবাদপত্র। গত ৩০ মে বিদেশমন্ত্রী পদে দায়িত্ব নিয়েছেন জয়শঙ্কর। পুলওয়ামায় জঈশ-ই-মহম্মদ হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু, পাল্টা পাকিস্তানের বালাকোটে জঈশের প্রশিক্ষণ ঘাঁটিতে ভারতীয় বায়ুসেনার সামরিক অভিযান ঘিরে দুই প্রতিবেশী দেশ সংঘাতের রাস্তায় চলে এসেছিল। বালাকোটে সামরিক হামলার পরদিন পাল্টা ভারতের আকাশে বিমান আগ্রাসনের চেষ্টা করেছিল পাকিস্তানও। যদিও উত্তেজনা প্রশমন করে বরফ গলানোর চেষ্টায় ২৬ মে ফোনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে উপমহাদেশে শান্তি, স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ভারতের সঙ্গে একযোগে কাজ করার বাসনা প্রকাশ করেন ইমরান খান। পাল্টা স্থায়ী শান্তি ও সমৃদ্ধির জন্য হিংসা, সন্ত্রাসমুক্ত পরিবেশ, আস্থা ও বিশ্বাস তৈরির ডাক দেন মোদি। ভারত বরাবর পাকিস্তানের আলোচনার প্রস্তাব ফিরিয়ে জানিয়েছে, সন্ত্রাস আর আলোচনা, দুটো একসঙ্গে হয় না।