বস্টন: গর্ভধারণ-নির্ণয় করার জন্য বাজারে যে ধরনের টেস্ট-কিট পাওয়া যায়, খুব শীঘ্রই ডেঙ্গি ও জিকা ভাইরাস নির্ণয় করার জন্য তেমনই টেস্ট-স্ট্রিপ মিলবে। কারণ, ইতিমধ্যেই ওই স্ট্রিপ তৈরি করে ফেলেছেন গবেষকরা। যাতে অত্যন্ত দ্রুত ও কম খরচে এই পরীক্ষা করা সম্ভব হবে।


মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি)-র গবেষকরা ভারত সহ বিভিন্ন ডেঙ্গি ও জিকা-আক্রান্ত দেশ থেকে রক্তের সিরাম নমুনা সংগ্রহ করেন। তাঁদের দাবি, অত্যন্ত নিখুঁতভাবে এই দুই ভাইরাসকে পৃথকভাবে চিহ্নিত করতে সক্ষম নতুন টেস্ট-স্ট্রিপ।


ব্রাজিল, কলম্বিয়া, গুয়াতেমালা, ভারত, মেক্সিকো এবং পানামা সহ বিভিন্ন দেশে জিকা তার মারণ-থাবা বসিয়েছিল। গবেষকরা এই দেশগুলি থেকে আক্রান্তদের রক্তের সিরাম নমুনা সংগ্রহ করেন।


বিজ্ঞানীরা জানান, নতুন ভাইরাস টেস্ট-কিট দেখতে প্রায় প্রেগনেন্সি টেস্ট-কিটের মতোই। এর স্ট্রিপে এমন অ্যান্টিবডি দেওয়া রয়েছে, যা জিকা ও ডেঙ্গি ভাইরাসের উপস্থিতি একবারে সঠিকভাবে নির্ণয় করে। এছাড়া, ওই স্ট্রিপে রয়েছে গোল্ড ন্যানোপার্টিকেল—যা অ্যান্টিবডি প্রতিক্রিয়ায় সাড়া দিতে পারে।


বিজ্ঞানীদের দাবি, পরীক্ষা করার জন্য টেস্ট-স্ট্রিপটি রক্তের সিরাম অথবা রক্তের টিউবের মধ্যে ধরতে হবে। পজিটিভ হলে, একটি ডট বা একটি লাইন দেখা দেবে। ঠিক যেমনটা হয় প্রেগনেন্সি টেস্টের ক্ষেত্রে। গবেষকদের দাবি, ডেঙ্গি ও জিকার মধ্যে পার্থক্য বলতে পারে এই কিট। এমনকী, ডেঙ্গির ৬টি বিভিন্ন ধরনকেও আলাদাভাবে চিহ্নিত করা সম্ভব এই পরীক্ষার মাধ্যমে।