ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তাঁর বক্তব্য, ফেসবুক ট্রাম্প-বিরোধী। এই অভিযোগের জবাব দিলেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গ। তিনি বলেছেন, ফেসবুক সব ধরনের মতাদর্শ প্রকাশের একটি মঞ্চ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ফেসবুকের প্রভাব সৃষ্টির ভূমিকা নেওয়ার অভিযোগও খারিজ করে দিয়েছেন জুকেরবার্গ। তিনি বলেছেন, মার্কিন নির্বাচননের সময় ফেসবুক সর্বদাই নিরপেক্ষ থাকার চেষ্টা করেছে।


জুকেরবার্গ বলেছেন, ট্রাম্প বলছেন ফেসবুক তাঁর বিরুদ্ধে। উদারপন্থীরা বলছেন, আমরা ট্রাম্প কে সাহায্য করেছি। আসলে ফেসবুকে উঠে আসা বিভিন্ন মতাদর্শ ও বিষয়বস্তুর মধ্যে যেগুলো পছন্দ হয়নি, সেগুলি নিয়ে দুই পক্ষই হতাশ। এটাই প্রমাণ যে, এই মঞ্চ সব ধরনের মতাদর্শের জন্যই।

২০১৬-র নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ সংক্রান্ত তদন্তে কংগ্রেসকে ফেসবুক সহযোগিতা করতে রাজি হওয়ার কয়েকদিন পরই ট্রাম্প এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটকে তোপ দেগেছেন। তাঁর ট্যুইট, ফেসবুক সর্বদাই ট্রাম্প-বিরোধী। এতে ভুয়ো খবর থাকে।

ফেসবুকে একটি দীর্ঘ লেখায় জুকেরবার্গ ট্রাম্পের মন্তব্যের সমালোচনা করেছেন জুকেরবার্গ। কংগ্রেসের তদন্তে ফেসবুকের সহযোগিতার পক্ষে সওয়াল করেছেন তিনি।