ওয়াশিংটন: সন্ত্রাসবাদ দমনে নেতিবাচক ভূমিকা নিয়ে পাকিস্তানের তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি, শান্তির পথ ‘দ্বিমুখী’। পাকিস্তানকে সন্ত্রাস দমনে স্ব-আরোপিত বাধা দূর করতে হবে। না হলে ভারত-পাকিস্তানের বন্ধুত্বের পথে বাধা দূর হবে না।

 

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেছেন, পাকিস্তানকে সন্ত্রাসবাদে মদত দেওয়া পুরোপুরি বন্ধ করতে হবে। ভারত সবসময় সন্ত্রাস দমনে পাকিস্তানের দিকে হাত বাড়িয়ে দিতে তৈরি। কিন্তু পাকিস্তানকেও ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। তাহলেই দু দেশের সম্পর্কের উন্নতি হবে।

 

মোদী আরও বলেছেন, তিন প্রথম থেকেই বলে আসছেন, ভারত-পাকিস্তানের উচিত নিজেদের মধ্যে লড়াই থামিয়ে একযোগে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করা। কিন্তু সন্ত্রাসবাদের সঙ্গে আপস করা চলবে না। সরকারিভাবে বা বেসরকারিভাবে সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ করতে হবে। তবেই সন্ত্রাস বন্ধ হবে। পাকিস্তান সন্ত্রাসবাদী হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। এর ফলে ভারত-পাকিস্তান সম্পর্কের উন্নতি হচ্ছে না।

 

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের উন্নতি হলেও, ভারত নির্জোট আন্দোলনের নীতি বদল করবে না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন মোদী। তাঁর দাবি, অতীতে আন্তর্জাতিক মহলে কোণঠাসা হয়ে থাকলেও এখন বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং দ্রুততম অর্থনৈতিক উন্নতির ফলে ভারতের গুরুত্ব বেড়েছে।

 

চিনের সঙ্গে সীমান্ত বিরোধ থাকলেও, গত তিন দশকে যুদ্ধ না হওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, দু দেশের মানুষের যোগাযোগ এবং বিনিয়োগ বেড়েছে। চিনের ‘সামুদ্রিক সিল্ক রোড’-এর পরিকল্পনার প্রশংসা করেছেন মোদী। তাঁর মতে, এ বিষয়ে চিনের উদ্দেশ্য কী সেটা সারা বিশ্বের জানা উচিত।