হিরোশিমা: ক্ষমা চাইবেন না আগেই জানানো হয়েছিল। সেই পথে হাঁটলেনও না বারাক ওবামা। প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে হিরোশিমা সফরে গিয়ে ৭১ বছর আগে পরমাণু বোমা হামলায় নিহত প্রায় দেড় লক্ষ মানুষের স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা জানিয়েই দায়িত্ব সারলেন ওবামা।
শুক্রবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে হিরোশিমা যান মার্কিন প্রেসিডেন্ট। ১৯৪৫ সালের ৬ অগাস্ট নিহত ব্যক্তিদের শ্রদ্ধা জানিয়ে তৈরি হওয়া পিস মেমোরিয়াল পার্কে গিয়ে স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ওবামা। তিনি বলেন, ‘আমরা এই শহরের মাঝখানে দাঁড়িয়ে আছি এবং সেই মুহূর্তের কথা ভাবতে বাধ্য হচ্ছি যখন পরমাণু বোমা পড়েছিল। শিশুদের আতঙ্ক অনুভব করতে পারছি। নীরব কান্না শুনতে পাচ্ছি।’
সেই ভয়াবহ দিনের কথা স্মরণ করে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘আকাশ থেকে মৃত্যু এসে হানা দিয়েছিল। এরপরেই বিশ্বের চিত্র বদলে যায়। আলোর ঝলকানি এবং আগুনের প্রাচীর একটি শহরকে ধ্বংস করে দেয়। মানব সভ্যতা নিজেকেই ধ্বংস করে দেওয়ার পথ দেখিয়ে দেয়।’
পৃথিবী থেকে ‘ভয়’ দূর করে সব পরমাণু অস্ত্র ধ্বংস করে দেওয়ার পক্ষেও এদিন সওয়াল করেন ওবামা।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
নীরব কান্না শুনতে পাচ্ছি, হিরোশিমায় নিহতদের শ্রদ্ধা ওবামার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 May 2016 02:52 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -