লন্ডন: প্রায় ২০০ বছর তাদের হাতে পরাধীন ছিল ভারত। সেই ব্রিটেনের (Britain Prime Minister) শাসনভারই এ বার ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনকের (Rishi Sunak) হাতে। একদিন আগেই ব্রিটিশ পার্লামেন্টে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি। মঙ্গলবার তাঁকে দেশের প্রশাসনিক প্রধান নিযুক্ত করলেন ব্রিটেনের রাজা চার্লস (King Charles)। ফলে আজ থেকেই ব্রিটেনের শাসনভার হাতে পেলেন ঋষি।


মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে ব্রিটেনের শাসনভার পেলেন ঋষি


ব্রিটেনের ইতিহাসে বিগত ২০০ বছরে ঋষিই দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী। এই প্রথম ভারতীয় বংশোদ্ভূত কেউ সে দেশের প্রধানমন্ত্রী হলেন যেমন, তেমনই হিন্দু ধর্মাবলম্বী প্রথম প্রধানমন্ত্রীও ঋষি। ঋষির হাত ধরে এই নিয়ে চলতি বছরেই তৃতীয় প্রধানমন্ত্রী পেল ব্রিটেন। মাত্র ৪৯ দিনের মাথায় পদত্যাগ করেন লিজ ট্রাস। তার পরই ঋষি প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন।


আরও পড়ুন: Narayana Murthy : জামাই ঋষি সুনকের হাতে ব্রিটেনের রাশ, কী বললেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তি ?


মঙ্গলবার ঋষিকে বাকিংহাম প্যালেসে ডেকে পাঠান রাজা চার্লস। সেখানে দু’জনের সাক্ষাৎ করেন বেশ কিছু ক্ষণ। তার পরই ঋষিকে সরকার গড়তে আহ্বান জানান রাজা চার্লস। ঋষি জানিয়েছেন, পূর্বসূরিদের হাতে যা ভুলভ্রান্তি হয়েছে, তা সংশোধন করে, ব্রিটেনের অর্থনীতিকে পুনরায় দাঁড় করাতে বেশ কিছু কঠোর সিদ্ধান্ত নিতে হতে পারে তাঁকে।


ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়লেন ঋষি সুনক


এর আগে, গত মাসে লিজের কাছেই হেরে যান ঋষি। কিন্তু প্রতিশ্রুতি দিলেও, দ্রুত সমস্যার সমাধান বার করতে পারেননি তিনি। তার জেরে কার্যত চাপের মুখে পড়েই ৪৫ দিনের মাথায় পদত্যাগ করতে হয় তাঁকে।  এর পরই কনজারভেটিভ পার্টির তরফে ভারতীয় বংশোদ্ভূত ঋষিকে এগিয়ে দেওয়া হয়। পেনি মরদাউন্টও দৌড়ে ছিলেন। কিন্তু তিনি পিছিয়ে যাওয়ায়, শেষমেশ সর্বসম্মতিতে জয়ী হন ঋষিই। ৩৫৭ জন সাংসদ তাঁকে সমর্থন করেন।


শাসনভার হাতে পেয়ে বুধবারই দেশের পার্লামেন্ট অধিবেশনে অংশ নেবেন ঋষি। সেখানেই নিজের সরকারের বিভিন্ন মন্ত্রকে কাদের হাতে দায়িত্ব তুলে দেওয়া হবে, জানাবেন তিনি। মাত্র ১১ দিন আগেই জেরেমি হান্টকে দেশের অর্থমন্ত্রী নিযুক্ত করেছিলেন লিজ। তিনি পদে থেকে যাবেন বলেই অনুমান করা হচ্ছে। কারণ রবিবার ঋষির পক্ষে সওয়াল করেছিলেন জেরেমি।