Russia-Ukraine Conflict Live Updates 26 March: রেলপথে ইউক্রেনে খাদ্য সরবরাহ, সিদ্ধান্ত ব্রিটেনের

Russia-Ukraine Conflict Live Updates 26 March: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত সব খবর, সবার আগে জানতে নজর রাখুন।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 26 Mar 2022 07:51 AM

প্রেক্ষাপট

কিভ: রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের (War Crimes) অভিযোগ নিয়ে আগেই সরব হয়েছে তারা। এ বার আরও মারাত্মক অভিযোগ আমেরিকার (Russia Ukraine War)। তাদের দাবি, গত একমাসব্যাপী যুদ্ধে অগণিত ইউক্রেনীয় নাগরিককে হত্যা...More

Russia Ukraine Conflict Update: কিভ অভিমুখী গতি থামাল রাশিয়া, দাবি আমেরিকার

কিভ অভিমুখী গতি থামাল রাশিয়া।আপাতত  অন্য এলাকাগুলিতে নজর। জানালেন আমেরিকার প্রতিরক্ষা বিভাগের এক আধিকারিক।