Indian nationals in Ukraine: ইউক্রেন সংক্রান্ত পরিস্থিতি উদ্বেগজনকই রয়েছে। রাশিয়া কিছু সেনা ইউক্রেন সীমান্তের কাছ থেকে ফিরিয়ে আনার নির্দেশ জারি করলেও পরিস্থিতিতে তেমন কোনও উন্নতি হয়নি। চলতি পরিস্থিতির পরিপ্রেক্ষেতি ভারতীয় দূতাবাস এক অ্যাডভাইসরিও জারি করেছে। এই অ্যাডভাইসরিতে বলা হয়েছে, আমরা পরিস্থিতির দিকে নজর রেখে চলেছি।


উড়ানের সংখ্যা বৃদ্ধির চেষ্টা


ইউক্রেনে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে যে, আমরাদের জানা আছে যে, অনেক ভারতীয় ছাত্রছাত্রী ইউক্রেনে রয়েছেন। ফলে তাঁদের জন্য তাঁদের পরিবারের লোকজনও খুবই উদ্বিগ্ন রয়েছেন। সবাই ভারতগামী উড়ানের অপেক্ষায় রয়েছেন এবং এ ব্যাপারে তথ্য চাইছেন। এ জন্য সমস্ত এয়ারলাইন্স ও অসামরিক বিমান পরিবহণ সংস্থাগুলির সঙ্গে কথাবার্তা চলছে। ইউক্রেন ও ভারতের মধ্যে যাতে উড়ানের সংখ্যা বাড়ে সেই চেষ্টা চালানো হচ্ছে।


ইউক্রেনে ভারতীয়দের জন্য দূতাবাসের পক্ষ থেকে কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে। সেইসঙ্গে বিদেশ মন্ত্রক ইউক্রেনে থাকা লোকজনের পরিবারের উদ্বেগ প্রশমন করতেও সর্বতো চেষ্টা চালাচ্ছে। লোকজনকে সব ধরনের সাহায্য় প্রদানের চেষ্টা করা হচ্ছে।


ইউক্রেন পরিস্থিতির কি উন্নতি হচ্ছে?


উল্লেখ্য়, ইউক্রেন সীমান্তে রুশ সেনা মোতায়েনের পর থেকেই পরিস্থিতি জটিল হয়ে পড়ে। এরইমধ্য় আমেরিকার সঙ্গে রাশিয়ার বাকযুদ্ধ চরমে ওঠে। একটা সময় এমন মনে হচ্ছিল যে, ইউক্রেন নিয়ে দুই দেশ সংঘাতে জড়িয়ে পড়তে পারে।  কিন্তু গত ১৫ ফেব্রুয়ারি জানানো হয় যে, রাশিয়া তাদের সেনা ঘাঁটিতে ফেরত পাঠানোর ঘোষণা করেছে।  সেই সঙ্গে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয় যে, ইউক্রেনে হামলা চালানোর কোনও পরিকল্পনা তাদের  ছিল না। ইউক্রেনে হামলার ব্যাপারে যে সব কথাবার্তা হচ্ছিল, তার কোনও ভিত্তি নেই।


এরইমধ্যে উত্তেজনার সম্পূর্ণ অবসান ঘটেনি। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি কিয়েভে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে ভারতীয় নাগরিকদের প্রতি একটি অ্যাডভাইসরি জারি করা হয়। এতে কোনও প্রয়োজন না থাকলে যাঁরা ইউক্রেনে রয়েছে, তাঁদের সাময়িকভাবে দেশে ফিরে যেতে বলা হয়। দূতাবাস পরিস্থিতির পর্যালোচনা করছে।