কিভ: ইউক্রেনে (Ukraine) অব্যাহত রুশ (Russia) আগ্রাসন। রাশিয়ার সেনাবাহিনীর হামলায় কার্যত ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে বিভিন্ন শহর। কিন্তু এই পরিস্থিতিতেও মানবিক ছবি দেখা গেল।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ইউক্রেনে ধরা পড়েছেন রাশিয়ার এক সেনা জওয়ান। তাঁকে ঘিরে ফেলেছেন বহু মানুষ। প্রাণ বাঁচাতে ওই সেনা জওয়ান আত্মসমর্পণ করেছেন। কিন্তু তাঁকে আক্রমণ করার বদলে দেওয়া হল চা, পেস্ট্রি। এরপর তাঁকে ভিডিও কলে রাশিয়ায় বাড়িতে থাকা মায়ের সঙ্গে কথা বলারও সুযোগ দেওয়া হল। ধরা পড়া রুশ সেনা জওয়ানের মাকে জানানো হল, তাঁর ছেলে ভাল আছেন।
এই সেনা জওয়ান তাঁর দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) নির্দেশে ইউক্রেন ধ্বংস করার লক্ষ্য নিয়ে এসেছেন। কিন্তু ইউক্রেনের জনতা তাঁকে ধরে ফেলার পরেও খারাপ ব্যবহার করলেন না। ইউক্রেনের মানুষের এই মহৎ আচরণ গোটা বিশ্বের মানুষের নজর কেড়ে নিয়েছে। সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ শেয়ার করছেন এই ভিডিও।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, রাশিয়ার যে সেনা জওয়ানদের বন্দি করে রাখা হয়েছে, তাঁদের মায়েরা এসে ছেলেদের দেশে ফিরিয়ে নিয়ে যেতে পারেন। রাশিয়ার যে সেনা জওয়ানদের বন্দি করা হয়েছে, তাঁদের বিষয়ে তথ্য দেওয়ার জন্য ই-মেল আইডি, ফোন নম্বরও দেওয়া হয়েছে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রকের পক্ষ থেকে। ই-মেল করে বা ফোন করে কোনও সেনা জওয়ানের বিষয়ে তথ্য পাওয়া যাবে বলে জানানো হয়েছে।
এদিকে, ইউক্রেনের চারটি শহর তাদের দখলে বলে দাবি রাশিয়ার সেনাবাহিনীর। রুশ হামলায় খেরসন হাতছাড়া হয়েছে বলে মেনে নিয়েছে ইউক্রেনও। রুশ হামলায় ক্ষতিগ্রস্ত ইউক্রেনের ১ হাজার ৬১২ অস্ত্র ঘাঁটি। ধ্বংস হয়েছে ৩৯টি অ্যান্টি এয়ারক্র্যাফট মিসাইল, ৬০৬টি ট্যাঙ্ক, সাঁজোয়া গাড়ি, ২২৭টি মর্টার, ৫৩টি ড্রোন। খারকিভের বিভিন্ন এলাকায় শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ। খারকিভের একটি স্কুলে মিসাইল হামলা চালায় রুশ সেনা। বরোডিয়াঙ্কা শহরে রুশ সেনার সঙ্গে লড়াই চালাচ্ছেন সশস্ত্র ইউক্রেনীয়রা। ইউক্রেনকে আরও অ্যান্টি এয়ারক্র্যাফট মিসাইল সরবরাহ করা হচ্ছে, জানিয়েছে জার্মানি।