নয়া দিল্লি: ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার ফের উচ্চপর্যায়ের বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই নিয়ে গত ২৪ ঘণ্টায় তৃতীয়বার ইউক্রেন নিয়ে বৈঠক করলেন তিনি। ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনতে চলছে মিশন গঙ্গা। 


এখনও ইউক্রেনে আটকে রয়েছেন অনেক ভারতীয়। তাদের মধ্যে রয়েছেন আমাদের রাজ্যের অনেক পড়ুয়া। এই অবস্থায়, আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের ফেরাতে ইউক্রেনের প্রতিবেশী দেশে যাচ্ছেন মোদি সরকারের চার মন্ত্রী। যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেন!! এই অবস্থায় সেখানে এখনও আটকে রয়েছেন বহু ভারতীয়। অনেকেই আবার আটকে হাঙ্গেরি বা পোল্যান্ড সীমান্তে। তাঁদের মধ্যে রয়েছেন বাংলার বহু পড়ুয়া। 


ইউক্রেনে আটকে থাকা ছাত্রী লখনউয়ের বাসিন্দা গরিমা মিশ্রর একটি ভিডিও ট্যুইট করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। ইউক্রেনে কী ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে যে তাঁরা আটকে রয়েছেন, তা বলতে গিয়ে কেঁদে ফেলেছেন এই ছাত্রী।                                                               


সোমবার ইউক্রেনের পরিস্থিতিতে নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। সেখানে সিদ্ধান্ত হয়েছে, ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের ফেরাতে ইউক্রেনের প্রতিবেশী দেশে যাবেন মোদি সরকারের চার মন্ত্রী। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যাবেন রোমানিয়া। কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু যাবেন স্লোভাকিয়ায়। হাঙ্গেরি যাবেন পেট্রোলিয়ামমন্ত্রী হরদীপ সিং পুরি এবং অসামরিক বিমান পরিবহণ প্রতিমন্ত্রী জেনারেল ভি কে সিং পোল্যান্ডে যাবেন।                                                                               





অন্যদিকে, ইউক্রেনে সামরিক অভিযান নিয়ে রাশিয়ার ওপর আরও চাপ বাড়িয়েছে আমেরিকা। রাশিয়ার প্রতি এখনই কোনও নরম মনোভাব দেখাচ্ছে না আমেরিকা। উল্টে আরও চাপ বাড়ানোর পথে হাঁটল বাইডেন সরকার। মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, কোনও মার্কিন নাগরিক, রাশিয়ার কেন্দ্রীয় ব্যাঙ্ক - সেন্ট্রাল ব্যাঙ্ক অফ রাশিয়ান ফেডারেশন বা রাশিয়ার অর্থমন্ত্রকের মাধ্যমে কোনও লেনদেন করতে পারবেন না।